আট দফার ভােট শেষ। শুক্রবার অষ্টম দফার ভােটের পর এগজিট পােল (Exit poll) বা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে বিভিন্ন সংস্থা।
রাজ্যের বিধানসভা নির্বাচনে জোড়াফুল আর পদ্ম শিবিরের জোর লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গিয়েছে। কিন্তু সেই এগজিট পােলে বিশ্বাসী করছেন না বলে উল্লেখ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘােষ (Dilip Ghosh) ২ তারিখ অর্থাৎ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন আসল ফলাফল সামনে আসবে বলে উল্লেখ করেন তিনি।
শুক্রবার সকালে দিলীপ ঘােষ ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে জানান তিনি এগজিট পোল নয়, এক্সাক্ট পােলে বিশ্বাসী। তিনি বলেন, "কিছু সমীক্ষা ওদেরকে এগিয়ে রেখেছে। এমন সংস্থা আছে যারা চার মাস আগে যা বলেছিল, সেটাই আবার বলেছে। আমরা জানি এগজিট পােল সঠিক নয়, এক্সাক্ট পােলটাই ঠিক। সেটাই আমরা বিশ্বাস করি। ২ তারিখে আসল ব্যাপারটা বােঝা যাবে।"
প্রথম থেকে ২০০-র বেশী আসন পাওয়ার কথা বলে এসেছে বিজেপি নেতৃত্ব। এ দিনও সেই আত্মবিশ্বাসই ফুটে উঠল দিলীপ ঘােষের কথায়। তিনি বলেন, আমরা যেটা চেয়েছিলাম ওটাই হবে। ২০০-র কাছাকাছি আসন পাব আমরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.