হাবড়া: হাবড়া পুরসভার পুরসভার নথিপত্র, আগুনে ভস্মীভূত। এ নিয়ে শুরু হল রাজনৈতিক তরজা।
হাবড়া পুরসভার বিল্ডিংয়ে প্রয়ােজনীয় নথিপত্রের রুমে আগুন, ভস্মীভূত সমস্ত নথিপত্র আর এই আগুন লাগাকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ। ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে হাবড়া থানায় লিখিত অভিযােগ দায়ের করেছে বিজেপি।
বৃহস্পতিবার দুপুরে হাবরা পুরসভার বিল্ডিংয়ের তিন তলাতে পুরসভার একটি নথিপত্র রাখার রুমে হঠাৎ করে আগুন লাগে,ঘটনাস্থলে হাবড়া ও অশােকনগর দমকলের তিনটি ইঞ্জিন এসে প্রায় দুঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুরসভার কর্মচারীরা দুপুর পৌনে দুটো নাগাদ হঠাৎ ধোঁয়া দেখতে পায়। সমস্ত কর্মীরা রাস্তায় নেমে আসে কী কারণে আগুন লাগল তা নিয়ে ধােঁয়াশায় পুরসভার কর্মীরা দমকলে খবর দেওয়া হলে পৌরসভায় দমকল এসে আগুন নেভানাের চেষ্টা করে। ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া থানার পুলিশ।
তিনতলার স্টোররুমে বেশকিছু নথিও মজুত ছিল সেগুলাের ক্ষতি হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। তবে হাবড়া পুরসভায় আগুন লাগার ঘটনায় ইতিমধ্যেই তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতাের।
হাবড়া বিধানসভার বিজেপি প্রার্থী রাহুল সিনহা (Rahul Sinha) জানিয়েছেন, হঠাৎ করে আগুন লাগা থেকেই বােঝা যায় বিরাট চুরি হয়েছে আর এই চুরির ঢাকতেই তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এই আগুন লাগিয়েছে।
তৃণমূল বুঝে গিয়েছে রাজ্যে সরকার পরিবর্তন হচ্ছে, আর সরকার পরিবর্তন হলে হাবড়ায় যে সমস্ত দুর্নীতি তার মধ্যে
পুরসভার দুর্নীতিও চলে আসবে, তাই আজ পরিকল্পিতভাবে হাবড়া পুরসভায় আগুন লাগিয়ে রেকর্ড নষ্ট করার কাজ করেছে, আমরা এর তদন্তের দাবি করছি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হােক।
পাশাপাশি তিনি আরও বলেন, এটা একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্রে তৃণমূলের বহু মাথা যুক্ত আছে। বিজেপির পক্ষ থেকে এদিন বিকেলে হাবড়া থানায় লিখিত অভিযােগ দায়ের করা হয়।
তবে বিজেপির তােলা অভিযােগ অস্বীকার করে হাবড়া পৌরসভার প্রশাসক বাের্ডের সদস্য তৃণমূল নেতা তারক নাথ দাস জানিয়েছেন কিভাবে আগুন লাগল। দমকলের
আধিকারিকরা তদন্ত করে দেখছে।
আগুন লাগার ঘটনায় তৃণমূলের হাত রয়েছে এটা পুরােটাই বিজেপির কল্পনা, বিজেপি হেরে যাওয়ার ভয়ে এই ঘটনাকে কেন্দ্র করে হাওয়া গরম করার চেষ্টা করছে।
দু'তারিখের পরে বিজেপিকে চায়ের দোকানেও দেখতে পাওয়া যাবে না বলে কটাক্ষ তৃণমূল নেতার।
পুরসভার দুর্নীতিও চলে আসবে, তাই আজ পরিকল্পিতভাবে হাবড়া পুরসভায় আগুন লাগিয়ে রেকর্ড নষ্ট করার কাজ করেছে, আমরা এর তদন্তের দাবি করছি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হােক।
পাশাপাশি তিনি আরও বলেন, এটা একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্রে তৃণমূলের বহু মাথা যুক্ত আছে। বিজেপির পক্ষ থেকে এদিন বিকেলে হাবড়া থানায় লিখিত অভিযােগ দায়ের করা হয়।
তবে বিজেপির তােলা অভিযােগ অস্বীকার করে হাবড়া পৌরসভার প্রশাসক বাের্ডের সদস্য তৃণমূল নেতা তারক নাথ দাস জানিয়েছেন কিভাবে আগুন লাগল। দমকলের
আধিকারিকরা তদন্ত করে দেখছে।
আগুন লাগার ঘটনায় তৃণমূলের হাত রয়েছে এটা পুরােটাই বিজেপির কল্পনা, বিজেপি হেরে যাওয়ার ভয়ে এই ঘটনাকে কেন্দ্র করে হাওয়া গরম করার চেষ্টা করছে।
দু'তারিখের পরে বিজেপিকে চায়ের দোকানেও দেখতে পাওয়া যাবে না বলে কটাক্ষ তৃণমূল নেতার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.