ফলতা : ডায়মন্ড হারবার লােকসভার ফলতা বিধানসভা এলাকার পাঁচলকি গ্রামে চল্লিশ বছরের বিজেপি কর্মী অরিন্দম মিদ্দের ঝুলন্ত দেহ উদ্ধার হল গ্রামের বাগান থেকে।
ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে সেখানে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, বিজেপি কর্মী (Bjp Worker) অরিন্দম মিদ্যে (২৬) কে শনিবার দুপুর থেকে পাওয়া যাচ্ছিল না।
বিকেলে তাঁর দেহ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখলে গ্রামের মানুষের ধারণা করে তাঁকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাঁদের ধারণা এই মৃত্যু রাজনৈতিক প্রতিহিংসার ফল।
এর আগে বিজেপি নেতা কৈলাশ বিজয়ভার্জিয়া(Kailash Vijayvargiy) বিজেপির এক কর্মীর উপর হামলার খবর জানিয়েছেন।তিনি টুইট করে এই সম্পর্কে তথ্য দিয়েছেন। তার টুইট মতে ঘটনাটি টলিগঞ্জের।
Eid gift by 40 shantidoots to Sambhu sarkar, BJYM Secy. Tollygunge Mandal 1.
— MUKUND JHA (@I_Mukundjha) May 15, 2021
They tried to kill him but fortunately saved by family.But the whole family is injured and now admitted in P.G. hospital..
It's been 3:00am now but no action has been taken by the police administration. pic.twitter.com/M6oiVEehOv
তিনি টুইটে লিখেছেন, "BJYM-র সচিব সম্ভু সরকারকে ৪০ জন শান্তিরক্ষী Eid উপহার দিয়েছেন। তারা তাকে হত্যার চেষ্টা করেছিল তবে ভাগ্যক্রমে পরিবার তাকে বাঁচিয়েছে। তবে পুরো পরিবার আহত হয়ে এখন পিজি হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনাটি ভোর ৩ টা ৪০ মিনিটে ঘটেছিল, তবে পুলিশ প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি। ”
Now BJP activist Arindam Middye being hanged to death in Falta Assembly. BJP took a lead in his booth (no 205).
— Dr.Indranil Khan ডাঃ ইন্দ্রনীল খাঁন (@IndranilKhan) May 16, 2021
How many more lives will you take? Isn’t your thirst for Opposition’s blood still not fulfilled? pic.twitter.com/L9E09s5TXq
দেহ উদ্ধার করতে গেলে পুলিশের সাথে গ্রামবাসীর বচসা শুরু হয়। সঠিক তদন্তের আশ্বাস পাওয়ার পর গ্রামবাসীর তরফ থেকে দেহ ময়না তদন্তের জন্য পুলিশ কে নিতে দেওয়া হয়।
বিজেপি কর্মীদের কথায়, ফলতার ২০৩ নং বুথে বিজেপি জয়ী হয়েছিল। ঐ বুথের কাজে যুক্ত ছিল মৃত অরিন্দম মিদ্দা। মৃত্যু রহস্যের কিনারায় সিবিআই (CBI) তদন্তের দাবি জানায় বিজেপির জেলা নেতৃত্ব। খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।
ভােটের ফলাফল প্রকাশের পর ফলতার বিভিন্ন অঞ্চলে ব্যাপক হারে বিজেপির কর্মী সমর্থকদের বাড়ি ঘর দোকানপাট ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছিল। এবার মারা যাবার ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতির দিকে নজর রাখছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.