বাড়ি-বাড়ি ওষুধ ও খাবার পৌঁছনাের ব্যবস্থা করলেন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ১৮ মে, ২০২১

বাড়ি-বাড়ি ওষুধ ও খাবার পৌঁছনাের ব্যবস্থা করলেন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুর: করােনার প্রথম ধাপেও রাস্তায় নেমে মানুষের সেবার কাজ যুক্ত হয়েছিলেন তৎকালীন তৃণমূলের পুরপিতা এবং বর্তমানে বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

bjp leader chandra sekhar banerjee arrangements to deliver medicines and food

দুর্গাপুর পৌরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ৪ নম্বর বােরাে চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ‘স্বপ্ন উড়ান' নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার ব্যানারে করােনার প্রথম ধাপে ‘কমিউনিটি কিচেনের মাধ্যমে অসহায় দুঃস্থ মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা বেশ সফল ভাবেই করেছিলেন।


একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মত পার্থক্যের জন্য তিনি দলবদল করে বিজেপিতে যােগ দেন। ইস্তফা দেন ৪ নম্বর বােরাে চেয়ারম্যানের পদ থেকে। সেই চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে আবারও দেখা গেল কোভিডের দ্বিতীয় ধাপে মানুষের সেবায় সক্রিয় ভূমিকা পালন করতে।

তিনি জানালেন, বিগত সময়ের মতাে কোভিডের দ্বিতীয় ধাপে মানুষের সেবায় সহযােগিতা এবার একেবারে তাঁদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছি। এতে উপকার পাচ্ছে বহু মানুষ। বিশেষ করে করােনা আক্রান্ত পরিবারের লােকেরা এতে বেশি উপকার পাচ্ছেন। কারণ, তাঁরা আক্রান্ত হওয়ায় বাড়ির বাইরে বেরোতে পারছেন না।

পাড়ায় পাড়ায় গিয়ে কোনও পরিবার করােনা আক্রান্ত হয়েছেন কিনা তা খোঁজ করছেন আমাদের কর্মী সমর্থক -রা। তারপরই তাঁদের প্রত্যেকের বাড়িতে ওষুধ ও খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে প্রতিদিন। এর জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, যা ভয়েস কলের জন্য ৯৪৩৪ ২০০৯৭৯ এবং ‘ওয়াটসএ্যাপ’-এর জন্য ৭৯০৮৭৬৪৫১১।

আমার নিজের ওয়ার্ড ৪৩ নম্বর -সহ ৪ নম্বর বােরাের অন্তর্গত ১০টি ওয়ার্ডের (২৮, ২৯, ৩০, ৩১, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩) মানুষদেরই এই পরিষেবা দেওয়ার কাজ শুরু করা হয়েছে।

এখন প্রতিদিন ৩০০ জন মানুষদের খাবার সরবরাহের কাজ চলছে এবং এছাড়াও যাঁরা ওষুধ কিনতে অক্ষম তাঁরা হেল্পলাইন নম্বরে ফোন করলেই তাদের বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

এই ক্ষেত্রে তিনি এও জানালেন, করােনা আক্রান্ত রােগীর ক্ষেত্রে তাঁর করােনা পজিটিভ হওয়ার নথি আমাদের পাঠাতে হবে, তবেই মিলবে নিখরচায় সমস্ত সহযােগিতা। বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সমাজ সেবা -মূলক কাজে তাঁকে পাশে পেয়ে খুশি হয়েছেন এলাকার বাসিন্দারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad