লকডাউনে বন্ধ হয়ে গেল হাওড়ার আরোও এক জুটমিল। কাজ হারালেন প্রায় হাজার খানের শ্রমিক। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

লকডাউনে বন্ধ হয়ে গেল হাওড়ার আরোও এক জুটমিল। কাজ হারালেন প্রায় হাজার খানের শ্রমিক।

হাওড়া: করােনা পরিস্থিতিতে রাজ্যে লকডাউনের মধ্যেই বন্ধ হয়ে হাওড়ার আরও একটি জুটমিল।

mahadeb jute mill closed in lockdown

কাজ হারালেন প্রায় এক হাজার শ্রমিক। হাওড়ায় বন্ধ হয়ে গেল আরও একটি জুটমিল। দাশনগরের ভারত জুটমিলের পর এবার বালি বাদামতলার মহাদেব জুটমিল সাসপেনশন অফ ওয়ার্কের নােটিশ দিয়ে বন্ধ হল।


গত বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বালি বাদামতলা মহাদেব জুটমিল। ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় হাজারের উপরে শ্রমিক।

মূলত কাঁচামালের আমদানি ও রপ্তানির ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ। জানা গেছে, স্বাধীনতার পর থেকে এই প্রথম বন্ধ হল হাওড়ার বালি বাদামতলা মহাদেব জুটমিল।

কর্মহীন হয়ে পড়লেন প্রায় এক হাজার শ্রমিক। এ বিষয়ে মিলের ট্রেড ইউনিয়ন নেতা মিহির দত্ত বলেন, সকালে হঠাৎ কাঁচামাল নেই বলে মিলে সাসপেনশন অফ ওয়ার্ক নােটিশ দেওয়া হয়েছে। এই কারখানা বন্ধ হওয়ায় প্রায় এক হাজার কর্মী কর্মহীন হয়ে পড়লেন। কাঁচামালের অজুহাত।দেখিয়ে কাজ বন্ধ করে দিয়েছে মিল কর্তৃপক্ষ।

স্বাধীনতার পর এই প্রথম মিলটি বন্ধ হলাে। এটা অন্যায় করেছে মিল কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে মানুষ যেখানে খেতে পারছে না সেখানে এমন সিদ্ধান্ত নেওয়া অনৈতিক। আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছেন পাট এলে মিলের কাজ হবে।

মিল বন্ধের কারণে মিলের সামনে ধর্ণা দিচ্ছেন কর্মীরা। এদিন সকালে কাজে এসে দেখা যায় মিল বন্ধের নােটিশ দেওয়া হয়েছে। মিলের এক কর্মী তাফের আলম জানান, এদিন সকালে এসে দেখেন কাঁচা মালের জন্য মিল বন্ধ করে দেওয়া হয়েছে।

মিল কর্তৃপক্ষ জানিয়েছিল কাঁচামাল এলে কাজ হবে। লকডাউনের কারণে পাট রাস্তায় আটকে আছে। এই পরিস্থিতিতে প্রায় এক হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন।

সরকারি নির্দেশমতাে ৩০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলছিল। তাঁদের সঙ্গে আলােচনা না করেই মিল কর্তৃপক্ষ একতরফা ভাবে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad