নয়াদিল্লি: এবার করােনায় আক্রান্ত হলেন কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং।
বুধবার বিকেলে তাঁর করােনা ধরা পড়ে। বৃহস্পতিবার তা প্রকাশ্যে আসে। মিলখা নিজেই এ কথা জানিয়েছেন। তবে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল।
চণ্ডীগড়ে নিভৃত বাসে রয়েছেন ফ্লাইং শিখ (Flying Sikh) তবে কোভিড হলেও মােটেও ভয় পাচ্ছেন না এশিয়ান গেমসে দু’বারের পদকজয়ী ৯১ বছর বয়সী মিলখা সিং (Milkha Singh), বরং তাঁর গলায় সেই পুরনাে তেজ।
এক সাক্ষাৎকারে মিলখা বলেছেন, বুধবার বিকেলে জগিং করে বাড়ি ফেরার পরেই শুনি আমার রিপাের্ট পজিটিভ। কিন্তু আমার দেহে কোনও উপসর্গ নেই। সম্পূর্ণ সুস্থ রয়েছি। চিন্তা করার কোনও কারণ নেই। গত কাল বিকেলে একটু জ্বর এসেছিল। কিন্তু এখন সেটাও কমে গিয়েছে। কয়েকদিনের ব্যাপার। আশা করছি খুব দ্রুত ঠিক হয়ে যাবে সব।
প্রসঙ্গত, ৯১ বছর বয়স হলেও এখনও কোভিডের টিকা নেননি মিলখা। তবে ঠিক করেছেন, কোভিড থেকে সেরে উঠলেই নেবেন। বলেছেন, ‘টিকা নেওয়ার প্রয়ােজনীয়তা আগে বুঝিনি। কিন্তু এবার মনে হচ্ছে টিকা নেওয়া জরুরি।
প্রত্যেককে আমার অনুরােধ, আপনারাও যত দ্রুত সম্ভব টিকা নিন। গােটা দেশের ভালােবাসা এবং আশীর্বাদে খুব দ্রুতই আমি ঠিক হয়ে যাব।
উল্লেখ্য, গত বছর কোভিড আক্রান্তদের সাহায্যের জন্য মিলখা এবং তাঁর গলফার ছেলে জীব মিলখা সিং দুই লক্ষ টাকা দান করেছিলেন। আপাতত জীব দুবাইয়ে রয়েছেন। শনিবার তাঁর দেশে ফেরার কথা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.