একের পর এক অসহায় বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে প্রতিবন্ধী ও অসহায় নিঃস্ব মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে চলেছেন রায়গঞ্জের নব নির্বাচিত বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী।
এবার রায়গঞ্জ শহরের একজন ক্যানসার আক্রান্ত সংগীত শিল্পী সুবীর সাহার বাংলা ব্যান্ডের দলের হাতে ৫০ হাজার টাকার চেক প্রদান করলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)।
সংগীত শিল্পী সুবীর সাহা (Subir Saha)মারণ রােগ ক্যান্সারে আক্রান্ত। শুধু এই এককালীন আর্থিক সাহায্যই নয় দুঃস্থ মরণাপন্ন শিল্পীর পাশে থাকার আশ্বাসও দিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক।
এমনিতেই চলছে লকডাউন,বন্ধ সমস্ত গানবাজনা ফাংশনের অনুষ্ঠান। ফলে রােজগার বন্ধ হয়ে গিয়েছে রায়গঞ্জের রায়গঞ্জ রকার্স ব্যান্ডের শিল্পীদের।
এই বাংলা ব্যান্ডের অন্যতম সেরা শিল্পী সুবীর সাহার অর্থনৈতিক অবস্থাও শােচনীয়। তার ওপর দুরারােগ্য ক্যানসার রােগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তরুণ এই শিল্পী। এই রােগ থেকে সেরে ওঠার খরচের কোনও টাকাই যথেষ্ট নয়।
এই মুহূর্তে হায়দরাবাদে চিকিৎসাধীন রয়েছেন সুবীর সাহা। তাঁর ব্যান্ডের দলের সদস্যরা তাঁকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। শুক্রবার তাঁরা সাহায্যের আবেদন নিয়ে গিয়েছিলেন রায়গঞ্জের নব নির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কাছে।
বিজেপি বিধায়ক বিশিষ্ট শিল্পপতি তথা সমাজসেবী কৃষ্ণ কল্যাণী তাঁদের আবেদনে সাড়া দিয়ে আপাতত ৫০হাজার টাকা আর্থিক সাহায্য করলেন।
বিধায়ক কৃষ্ণ কল্যাণী সংগীত শিল্পী সুবীর সাহার পাশে সবসময় থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি রায়গঞ্জের সর্বস্তরের মানুষের কাছে বিধায়কেরও আবেদন সুবীরের এই কঠিন সময়ে তাঁর পাশে সাহায্য সহযােগিতা করার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.