হাবড়া: তৃণমূল ছাত্র পরিষদের ক্ষমতা কার হাতে থাকবে এই নিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল। দুই গােষ্ঠীর মারামারির ঘটনায় উভয় পক্ষের ছয় জন আহত হয়েছে।
হাবড়া হােস্টেল মাঠে রবিবার সন্ধ্যার পরে ছাত্রনেতা বুবাই বােসের অনুগামীরা বসে ছিল সেই সময় আচমকা অশোক নগরের ছাত্রনেতা প্রদীপ সিংয়ের দলবল গিয়ে তাদের ওপর হামলা চালায় এমনটাই অভিযােগ তাদের।
পাল্টা অশােকনগরের ছাত্রনেতা ও ছাত্রদের অভিযােগ দীর্ঘদিন ধরে হাবড়ার ছাত্রনেতা বুবাই বােসের টিম করতে হবে এই বলে অত্যাচার করত এবং রবিবার সন্ধ্যায় অশােক- নগরের ছাত্ররা হােস্টেল মাঠে গেলে তাদের ওপর আক্রমণ চালায় বুবাই বােসের অনুগামীরা।
ঘটনায় উভয় পক্ষের আহত হয় তিনজন করে মােট ছয়
জন। আহতদের ভেতর বুবাই বােসের অনুগামীদের হাবড়া
হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রদীপ সিং এর অনুগামী- দের অশােকনগর সব্দালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বারাসতে রেফার করা হয়।
উভয়পক্ষের পুলিশের লিখিত অভিযােগ দায়ের ঘটনায়
উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। গােটা ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া এবং অশােকনগর থানার পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.