ঘূর্ণিঝড় আসাকে কেন্দ্র করে ফের পুরশুড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের গােষ্ঠীকোন্দল মাথাচাড়া দিয়েছে। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বুধবার, ২৬ মে, ২০২১

ঘূর্ণিঝড় আসাকে কেন্দ্র করে ফের পুরশুড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের গােষ্ঠীকোন্দল মাথাচাড়া দিয়েছে।

ঘূর্ণিঝড় আসাকে কেন্দ্র করে ফের পুরশুড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের গােষ্ঠীকোন্দল মাথাচাড়া দিয়েছে।

tmc group clash for at pursura block

পুরশুড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের বর্তমান সভাপতি আছেন প্রকাশ খাঁ। তাঁর অফিস অর্থাৎ পুরশুড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের অফিস সােদপুরে। পুরশুড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের আগের সভাপতি ছিলেন খােকন মল্লিক। বিগত দিনে আমফান ঝড়কে কেন্দ্র করে অনেক কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে এসেছে এই ব্লকজুড়ে।


আমফান ঝড়ের সময় ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেকের পাশে দাঁড়িয়েছিলেন খােকনরা। তাদের ব্লক যুব তৃণমূল কংগ্রেসের অফিস ছিল ফতেপুর এলাকায়। হঠাৎ করে সােমবার পুরশুড়া থানার পাশে একটি ঘরে ব্লক তৃণমূল কার্যালয়ের অফিস বলে এক সাংবাদিক সম্মেলন করা হয়। খােকন, মােমিনরা সেখানে উপস্থিত ছিলেন।

ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি প্রকাশ খাঁকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দেখুন যারা পদের মােহ ছাড়তে পারছে। তারা কোথায় কি ব্লক কার্যালয় বানিয়ে ফায়দা লােটার জন্য চেষ্টা করছে আমি জানি না। যারা মিথ্যা কথা বলেন তাদের নিয়ে আমি বেশি ভাবি না। কে কোথায় সােশ্যাল মিডিয়াতে খবর করে কিভাবে ব্যবহার করছে তা মানুষ বুঝতে পারছে।

আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের নির্দেশ মত ঝড় মােকাবিলার জন্য
আমি এখন গ্রামে গ্রামে ঘুরছি। যেখানে মাটির বাড়ি আছে, যে সকল মানুষজনদের বাড়ি দুর্বল তাদের সাথে কথা বলে তাদেরকে নিকটবর্তী স্কুলে আনার চেষ্টা করছি, প্রশাসনের সাথে যােগাযােগ রেখেছি।

উল্লেখ্য পুরশুড়া ব্লকের প্রাক্তন যুব সভাপতি ছিলেন খােকন মল্লিক। তিনি সােমবার একটি পার্টি অফিসের পিছনে ব্লক যুব তৃণমূলের কার্যালয় বলে যে সাংবাদিক সম্মেলন করেছেন তাকে কেন্দ্র করে যুব তৃণমূল কংগ্রেসের গােষ্ঠীদ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে।

সােমবার তৃণমূল কংগ্রেসের হয়ে ঝড় মােকাবিলায় আগাম প্রস্তুতিতে খােকন, মােমিনরা ময়দানে নামতেই প্রকাশ্যে চলে আসে তৃণমূলের গােষ্ঠীকোন্দল।

রাজনৈতিক মহল মনে করছে খােকনদের মানুষের পাশে দাঁড়ানাে বর্তমান সময়ে খুবই ভালাে উদ্যোগ।কিন্তু যেভাবে তারা দলের যুব সভাপতিকে না জানিয়ে দলের যুব ব্লক কার্যালয় বানিয়ে ফেলেছে একটি ঘরকে তা নিঃসন্দেহে দলের বিরুদ্ধে কার্যত দামামা বাজানাের ইঙ্গিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad