তৃণমূলে ফিরতে চায় সোনালী গুহ। মমতার প্রতি ভাবুক চিঠি- দিদি আমাকে ক্ষমা না করলে আমি বাঁচব না। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ২৩ মে, ২০২১

তৃণমূলে ফিরতে চায় সোনালী গুহ। মমতার প্রতি ভাবুক চিঠি- দিদি আমাকে ক্ষমা না করলে আমি বাঁচব না।

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চেয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি আবেগঘন চিঠি লিখেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সোনালী গুহ।

sonali guha wants to return in tmc

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র কাছে ক্ষমা চেয়ে প্রাক্তন তৃণমূল বিধায়কের খােলা স্বীকারােক্তি, ‘মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না।


এ বিষয়ে এখনও দলনেত্রী বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি। তবে সােনালিকে সুবিধাবাদী আখ্যা দিয়ে পাল্টা সােশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থকেরা।

মুখ্যমন্ত্রীর দীর্ঘ দিনের সঙ্গী এবং সাতগাছিয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সােনালি গুহ (Sonali Guha)-কে এবার বিধানসভা নির্বাচনে টিকিট দেয়নি তৃণমূল। এর পরই তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে যােগ দেন তিনি। যদিও বিজেপি (BJP) ও তাঁকে প্রার্থী করেনি।

সােনালী অবশ্য এ দিন দাবি করেছেন,তাঁকে জোড়াসাঁকো থেকে প্রার্থী হওয়ার এ দিন প্রস্তাব দিলেও তিনি রাজি হননি। তিনি চেয়েছিলেন দলের হয়ে প্রচার করতে।

টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সােনালি লিখেছেন, “অত্যন্ত ভগ্ন হৃদয়ে বলছি, আমি আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম। যেটা ছিল আমার চরম ভুল সিদ্ধান্ত। কিন্তু সেখানে নিজেকে মানিয়ে নিতে পারিনি। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। দয়া করে আমারে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি বাঁচব না। আপনার আঁচলের তলায় আমাকে টেনে নিয়ে, বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকার সুযােগ করে দিন’।

এই বিষয়ে ভারতীয় জনতা পার্টি (BJP)-র প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেছেন যে কেউ যদি তার পুরানো দলে ফিরে শান্তি খুঁজে পায়, তবে আমাদের কোনও সমস্যা নেই। তবে সোনালির চিঠি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌতা রায় বলেছেন যে সোনালী গুহাকে আবার দলে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad