মালদা: করােনা সংক্রমণ এবং যশ ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ। সেই পরিস্থিতিতে খাবার বিলি করে পাশে দাঁড়াল বিজেপির সেবাই সংগঠন।
সােমবার পুরাতন মালদা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ডােবপাড়া এলাকায় বিজেপির শাখা সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
পুরাতন মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গােপাল সাহার তত্ত্বাবধানে এবং নগর মণ্ডল কমিটির উদ্যোগে সেবা সপ্তাহ পালন হিসেবে এদিন কয়েকশাে দুঃস্থ মানুষের মধ্যে খিচুড়ি, সবজি বিলি করা হয়।
উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপি দলের সাংসদ খগেন মুর্মু, স্থানীয় বিধায়ক গােপাল সাহা, দলের জেলা সভাপতি গােবিন্দ্র চন্দ্র মণ্ডল-সহ অন্যান্যরা।
বিজেপি সরকারের সাত বছর পূর্তি হিসেবে ২০১৪ সালের ৩০ মে শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। সেই বিষয়টি -কে সামনে রেখেও দু'দিন ধরে সেবা সপ্তাহ পালন করা হচ্ছে গােটা দেশজুড়ে বলে জানিয়েছে দলের জেলা নেতৃত্ব।
পাশাপাশি কেন্দ্র সরকারের নির্দেশ মতাে করােনা সংক্রমণ পরিস্থিতিতে সব রকম বিধি মানার কথাও এদিন এই কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষকে জানানাে হয়।
উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, করােনা মহামারির মধ্যে সারা দেশ তথা পশ্চিমবঙ্গে কাজ করে চলেছে সেবাই সংগঠনের সদস্যরা। সেবা সপ্তাহ পালন হিসাবে গরিব মানুষদের মধ্যে খাবার বিলির উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে এদিন পুরাতন মালদার ১৮ নম্বর ওয়ার্ডে প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষের মধ্যে দুপুরের খাবার বিলি করা হয়েছে।
মানুষের পাশে থেকে বিজেপি যে কাজ করে যাচ্ছে তারই
অংশ হিসেবেই সেবাই সংগঠন এই কর্মসূচি তুলে ধরেছে। একদিকে করােনা মহামারি, আরেকদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে পড়েছে। কাজেই মানুষের পাশে রয়েছে বিজেপির নেতা কর্মীরা। দলের তরফ থেকে সব রকম ভাবে সহযােগিতার বাড়িয়ে দিয়েছেন নেতা-কর্মীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.