মুকুল-পত্নীকে দেখতে হাসপাতালে অভিষেক। TMC তে ফিরে আসা নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

মুকুল-পত্নীকে দেখতে হাসপাতালে অভিষেক। TMC তে ফিরে আসা নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে।

মুকুল রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আবার জল্পনা উস্কে এবার তাঁর করােনা আক্রান্ত স্ত্রীকে দেখতে সরাসরি হাসপাতালে চলে গেলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি।

abhishek banerjee visits hospital to see mukul roy's wife

বুধবার সন্ধ্যায় কলকাতার ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে পৌঁছে যান অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee) যেখানে বিগত বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা দেবী।সেখানে মুকুল-জায়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ- খবর নেন তৃণমূলের যুব সভাপতি। যদিও দলের তরফে একে নিছক সৌজন্য বলে দাবি করা হয়েছে। কিন্তু, তাতে জল্পনা থামছেনা।


বিধানসভা ভােটের পরেই মুকুল রায় (Mukul Roy)-র তৃণমূল (TMC) এ প্রত্যাবর্তন নিয়ে আলােচনা শুরু হয়েছিল। মুকুল নিজে বিবৃতি দিয়ে বিজেপি (BJP)-তে থেকে যাওয়ার কথা জানিয়ে কোনওভাবে জল্পনাকে ধামাচাপা দেন। কিন্তু, সম্প্রতি সামাজিক মাধ্যমে বিজেপি- র কিছু সমালােচনা পােস্ট করে নতুন করে বিতর্ক উস্কে দেন মুকুলপুত্র শুভ্রাংশু রায় (Subhranshu Roy)

তিনি লেখেন, “বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা সরকারের সমালােচনার আগে আত্মসমালােচনা প্রয়ােজন।" সেই থেকেই পিতা-পুত্রের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে ফের জল্পনা শুরু হয়। এ দিনের ঘটনা তাতে আরও হাওয়া জুগিয়েছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

পারিবারিক সূত্রে খবর, কয়েকদিন আগে করােনা আক্রান্ত
হন মুকুল রায় ও তাঁর স্ত্রী। দুজনেই ছিলেন হাসপাতালে।
মুকুলবাবু সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তাঁর স্ত্রী এখনও চিকিৎসা-ধীন। বুধবার সন্ধ্যায় তাঁকে দেখতে হাসপাতালে যান অভিষেক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad