মধুচক্রের নায়ক, গদ্দার প্রবীর ঘোষাল কে তৃণমূলে নেওয়া যাবে না’, কোন্নগর জুড়ে প্রবীরের নামে পড়ল পোস্টার। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বুধবার, ১৬ জুন, ২০২১

মধুচক্রের নায়ক, গদ্দার প্রবীর ঘোষাল কে তৃণমূলে নেওয়া যাবে না’, কোন্নগর জুড়ে প্রবীরের নামে পড়ল পোস্টার।

হুগলি: এবার পােস্টার বিজেপি নেতা প্রবীর ঘােষাল (Prabir Ghoshal) কে তৃণমূলে না নেওয়ার দাবি এলাকার তৃণমূলের একাংশের।

poster against prabir ghoshal at konnagar

এদিন সকালে হুগলির কোন্নগরে পােস্টার দেখা গেল বিজেপি নেতা প্রবীর ঘােষালের বিরুদ্ধে।পােস্টারে পরিষ্কারভাবে লেখা, কোন্নগরবাসীদের দাবি মধুচক্রের নায়ক গদ্দার প্রবীর ঘােষাল -কে তৃণমূল কংগ্রেসে নেওয়া যাবে না সৌজন্যে তৃণমূল কংগ্রেস (TMC) কর্মীবৃন্দ।


এই পােস্টারকে ঘিরে রীতিমতাে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলার জুড়ে। বিজেপি নেতা  রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) সুনীল সিংয়ের পর এবার পােস্টার প্রবীর ঘােষাল -র বিরুদ্ধে।

উল্লেখ্য, প্রবীর ঘােষাল ২০১১ সাল থেকে তৃণমূলের বিধায়ক থাকার পাশাপাশি হুগলি জেলার তৃণমূলের দলীয় সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। কিন্তু তিনি ২০২১ সালে বিজেপির টিকিটে উত্তরপাড়া থেকে দাঁড়ান এবং তৃণমূলের প্রার্থী কাঞ্চন মল্লিকের কাছে পরাজিত হন প্রবীর ঘােষাল।

তৃণমূল আবার পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক বিধানসভার সিটে জয়লাভ করে ক্ষমতায় আসে। এর পরই বেসুরাে হন প্রবীর ঘােষাল। বিজেপি থেকে তৃণমূলে আবার ফিরে আসার চেষ্টা করছেন বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ। এই ধারণা ছড়িয়ে পড়তেই কোন্নগরের তৃণমূল একাংশ নাকি এর প্রতিবাদ জানিয়ে এই পােস্টার দেয়।

এই বিষয়ে ওই এলাকার এক তৃণমূল নেতা জানান প্রবীর ঘােষাল দলের অনেক ক্ষতি করেছেন। তৃণমূল কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এই ধরনের মানুষ ফিরলে আবার দলের ক্ষতি করবেন। দিদিকে আমরা মায়ের চোখে দেখি। দিদির কাছে আমাদের অনুরােধ এই ধরনের মানুষকে দলে নেবেন না। কারণ এবারের ভােটে প্রমাণ হয়ে গিয়েছে মানুষ তাঁদের চায় না।

তবে এই বিষয়ে প্রবীর ঘােষালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শ্রীরামপুর বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল বােস বলেন, কাকে নেবে আর কে তৃণমূলে যাবে তা জানি না। প্রবীরদা চলে গেলে বিজেপির কোনও ক্ষতি হবে না। আমরা চাই না দল ভেঙে কেউ যাক, গেলে দলের কোনও ক্ষতি হবে না।

পাশাপাশি হুগলি জেলার তৃণমূলের উচ্চ নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছেন। তবে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের দাবি, দলে কাকে নেওয়া হবে আর কাদের নেওয়া হবে না তা রাজ্য তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব ঠিক করবে।

সব মিলিয়ে হুগলি জেলার কোন্নগরের বিজেপি নেতা প্রবীর ঘােষালের রাজনৈতিক কেরিয়ার আগামীদিনে কি হতে চলেছে সেই দিকেই তাকিয়ে এলাকার মানুষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad