দেবাঞ্জন কাণ্ডের পর তাঁরই ছকে নিজেকে সিআইডির ডিএসপি ও সমাজসেবী পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নিয়ে প্রতারণার অভিযােগ উঠল কৃষ্ণনগরের এক মহিলার বিরুদ্ধে।
তাৎপর্যপূর্ণভাবে, এক্ষেত্রেও বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখে জনসমক্ষে নিজের উজ্জ্বল ভাবমূর্তি গড়ে তুলতে চেয়েছিলেন অভিযুক্ত মহিলা। অভিযুক্ত মহিলার নাম রাধারানি বিশ্বাস। এর আগে তাঁকে কৃষ্ণনগরের বিভিন্ন তৃণমূল নেতাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে।
পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাধারানি বিশ্বাস কখনাে নিজেকে সমাজসেবী পরিচয় দিয়ে বা কখনাে ভবানী- পুরের সিআইডি (CID) অফিসার পরিচয় দিয়ে মানুষের কাছে জাহির করত নিজেকে। করােনা পরিস্থিতিতে একাধিক মানুষকে খাদ্য সামগ্রী, ত্রাণ বণ্টনসহ একাধিক কাজ করেছেন তিনি।
ঘটনাটি জানাজানি হয় যখন তার নিজের পাড়ার এক বেকার যুবক গৌরব চট্টোপাধ্যায়কে চাকরি দেবে বলে গত ফেব্রুয়ারি মাসে ৫ লক্ষ টাকা নেন। পরে সরকারি চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গৌরবকে ফেক ওয়েবসাইট বানিয়ে সেখন থেকে চাকরি প্রার্থীর একটা লিস্ট প্রকাশ করেন বলে অভিযােগ। এরপর জানা যায়, জেলার একাধিক মানুষকে ঠেকিয়েছেন তিনি।
তাঁর বাড়িতে এই বিষয়ে জানতে চাওয়া হলে রাধারানি বিশ্বাসের কন্যা তিয়াসা বিশ্বাস জানান তার মা একজন সাধারণ গৃহবধূ। বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে বেড়ায়, তাকে চক্রান্ত করে ফাঁসানাে হচ্ছে এ বিষয়ে তার মা কোনােভাবেই জড়িত নন।
ঘটনা জানাজানি হতেই জেলাজুড়ে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও এর পিছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলেও কোনও কোনও মহল থেকে অভিযােগ করা হচ্ছে।
ওই মহিলার বিরুদ্ধে ইতিমধ্যে কোতােয়ালি থানায় লিখিত অভিযােগ দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.