পুনর্গণনা হলে বদলে যাবে ফল, আত্মবিশ্বাসী বিজেপি। পুনর্গণনার দাবিতে হাই কোর্টে পৌঁছালেন বিজেপির আট নেতা। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

সোমবার, ৫ জুলাই, ২০২১

পুনর্গণনা হলে বদলে যাবে ফল, আত্মবিশ্বাসী বিজেপি। পুনর্গণনার দাবিতে হাই কোর্টে পৌঁছালেন বিজেপির আট নেতা।

ভারতীয় জনতা পার্টি (BJP)-র আট নেতা পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে কলকাতা হাইকোর্টে পৌঁছেলেন।

Eight bjp candidates appeal calcutta hc for recounting, kalyan chaubey and soujit singha

এই নেতাদের এই বছর হওয়া বিধানসভা নির্বাচনে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে। নির্বাচনে হেরে যাওয়া এই নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকায় পুনরায় ভোট গণনা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।


শনিবার মানিকতলার পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে (Kalyan Chaubey) জলপাইগুড়ির সৌজিত সিংহ (Soujit Singha) সহ মোট আটজন নেতা মামলা দায়ের করেছেন।

বিজেপি নেতা কল্যাণ চৌবে বলেন "সবাই দেখেছে ভোটের দিন আমার ওপর কিভাবে হামলা করা হয়েছিল।তারপর গণনা কেন্দ্রে বাইরের লোক ঢুকিয়ে দিয়েছিল তৃনমূল, বিজেপি এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল। আমি আদালতের কাছে আবেদন জানিয়েছি পুনর্গননার জন্য।

জলপাইগুড়িতে টিএমসির কাছে ৯৪১ ভোটে পরাজিত সৌজিত সিংহ বলেন "আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে একজন অফিসারের গাড়িতে তিনটি ইভিএম (EVM) ছিল, কি হয়েছে বোঝায় যাচ্ছে।"

সিংহ বলেন "আমি ১০০ শতাংশ নিশ্চিত যদি পুনরায় রিকাউন্টিং করা হয় ফলাফলগুলি সম্পূর্ণ ভিন্ন হবে।" পুরো জলপাইগুড়ি জানতো বিজেপি জিতছে, কিন্তু হিসেব উল্টে দেওয়া হয়েছে। বিজেপি এমনিতেই পরিকল্পনা করেছিল তারা আদালতে যাবে।

গেরুয়া শিবিরের বক্তব্য নন্দীগ্রাম এবং পরে আরোও পাঁচ কেন্দ্রে তৃনমূল প্রার্থীদের পিটিশন যখন গ্রহন করেছে আদালত তখন তাদেরকেও ফেরানো যাবেনা।

কল্যাণ চৌবে মানিকতলা বিধানসভা কেন্দ্রের পুনর্গণনার দাবি জানিয়েছেন। এদের ছাড়াও আরও অনেক নেতা রয়েছেন যারা তাদের হারানো আসনে পুনরায় গণনার দাবি জানিয়েছেন।

বিজেপি নেতা বিশ্বনাথ ব্যানার্জি (Biswanath Banerjee) বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের করা আবেদনে বলেছেন, "আমি মহিষাদল বিধানসভা কেন্দ্রের ভোটের পুনর্গণনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছি।"

নির্বাচনে পরাজয়ের পরে আদালতে যাওয়ার এটি প্রথম মামলা নয়। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) নন্দীগ্রাম আসন থেকে পরাজয়কে কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি নন্দীগ্রামে পুরো নির্বাচন প্রক্রিয়াকেই কাঠগড়ায় তুলেছেন। বাংলায় নির্বাচনের ফলাফলের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ভোট গণনার ক্ষেত্রে কারচুপির অভিযোগ করেছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad