টোকিও: খালি পায়ে ম্যারাথন দৌড় পদক জেতা অলিম্পিক দেখেছে।
হেরে গিয়ে বিচারকের সঙ্গে অ্যাথলিটের হাতাহাতি হওয়া, অলিম্পিক সেটাও দেখেছে, কিন্তু অ্যান্টি সেক্স বেড’? না, এমন বিরল জিনিস আগে কখনও দেখেনি অলিম্পিক।
এই অলিম্পিকে এবার নতুন সংযোজন ‘অ্যান্টি সেক্স বেড’ (Anti sex bed)।টোকিও অলিম্পিকের সংগঠকরা ঠিক এমনই একটা খাট তৈরি করলেন। অ্যাথলিটদের জন্য! অ্যাথলিটদের যৌন সংসর্গ থামাতে সত্যি অবাক হওয়ার মতােই। আর যে খাটের ব্যবস্থা করা হয়েছে খেলোয়াড়দের জন্য তার নামই দেওয়া হয়েছে, ‘অ্যান্টি সেক্স বেড’।
টোকিও: খালি পায়ে ম্যারাথন দৌড় পদক জেতা অলিম্পিক দেখেছে।
হেরে গিয়ে বিচারকের সঙ্গে অ্যাথলিটের হাতাহাতি হওয়া, অলিম্পিক সেটাও দেখেছে, কিন্তু অ্যান্টি সেক্স বেড’? না, এমন বিরল জিনিস আগে কখনও দেখেনি অলিম্পিক।
এই অলিম্পিকে এবার নতুন সংযোজন ‘অ্যান্টি সেক্স বেড’ (Anti sex bed)।
টোকিও অলিম্পিকের সংগঠকরা ঠিক এমনই একটা খাট তৈরি করলেন। অ্যাথলিটদের জন্য! অ্যাথলিটদের যৌন সংসর্গ থামাতে সত্যি অবাক হওয়ার মতােই। আর যে খাটের ব্যবস্থা করা হয়েছে খেলোয়াড়দের জন্য তার নামই দেওয়া হয়েছে, ‘অ্যান্টি সেক্স বেড’।
অলিম্পিক যেন এবার সব দিক থেকেই আলাদা। থাকছে- না কোন দর্শক। করোনার ভয়ে নাম সরিয়ে নিচ্ছেন একাধিক বড় খেলোয়াড়।
এমনিতেই টোকিও অলিম্পিক ২০২১ (Tokyo Olympic 2021) বিরলই বটে। দর্শকরা থাকতে পারবেন না। টোকিওয় পৌঁছনাের পর তিন দিন নিভৃতাবাসে থাকতে হবে অ্যাথলিটদের।
নিভৃতাবাস পর্বের পর প্রায় প্রতিদিনই অলিম্পিয়ানদের করােনা পরীক্ষা করা হবে। আর করােনার আবহে হতে চলা অলিম্পিককে আরও বেশি ‘অদ্ভুত করে তুলল ‘অ্যান্টি সেক্স বেড'।
প্রশ্ন হল কী এই অ্যান্টি সেক্স বেড? কার্ডবাের্ডের তৈরি বিশেষ খাট শুধুমাত্র একজনের ওজনই বহন করতে পারবে। দু’জন খাটে ওঠা মানে নাকি সেটা ভেঙে যাবে।
যুক্তরাষ্ট্রের এক অ্যাথলিট পল কেলিমাে বলেন, “খাটগুলাে বানানাে হয়েছে যাতে অ্যাথলিটরা যৌন সংসর্গ না করে। কারণ কার্ডবাের্ডের তৈরি এই খাট খুবই পলকা। একজনই শুধু খাটে উঠতে পারবে।”
তবে সংগঠকদের তরফে জানানাে হয় খাটগুলাে যথেষ্ট শক্ত যা বলা হচ্ছে পুরােটাই গুজব। এক মুখপাত্র যেমন
বললেন, “খাটের উপর ভারী সমস্ত জিনিস ফেলে সব দেখে নেওয়া হয়েছে, তা কতটা পােক্ত।" যেন এবার সব দিক থেকেই আলাদা। থাকছে- না কোন দর্শক। করোনার ভয়ে নাম সরিয়ে নিচ্ছেন একাধিক বড় খেলোয়াড়।
এমনিতেই টোকিও অলিম্পিক ২০২১ (Tokyo Olympic 2021) বিরলই বটে। দর্শকরা থাকতে পারবেন না। টোকিওয় পৌঁছনাের পর তিন দিন নিভৃতাবাসে থাকতে হবে অ্যাথলিটদের।
নিভৃতাবাস পর্বের পর প্রায় প্রতিদিনই অলিম্পিয়ানদের করােনা পরীক্ষা করা হবে। আর করােনার আবহে হতে চলা অলিম্পিককে আরও বেশি ‘অদ্ভুত করে তুলল ‘অ্যান্টি সেক্স বেড'।
প্রশ্ন হল কী এই অ্যান্টি সেক্স বেড? কার্ডবাের্ডের তৈরি বিশেষ খাট শুধুমাত্র একজনের ওজনই বহন করতে পারবে। দু’জন খাটে ওঠা মানে নাকি সেটা ভেঙে যাবে।
যুক্তরাষ্ট্রের এক অ্যাথলিট পল কেলিমাে বলেন, “খাটগুলাে বানানাে হয়েছে যাতে অ্যাথলিটরা যৌন সংসর্গ না করে। কারণ কার্ডবাের্ডের তৈরি এই খাট খুবই পলকা। একজনই শুধু খাটে উঠতে পারবে।”
তবে সংগঠকদের তরফে জানানাে হয় খাটগুলাে যথেষ্ট শক্ত যা বলা হচ্ছে পুরােটাই গুজব। এক মুখপাত্র যেমন
বললেন, “খাটের উপর ভারী সমস্ত জিনিস ফেলে সব দেখে নেওয়া হয়েছে, তা কতটা পােক্ত।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.