Higher Secondary 2021 Results: আগামী ২২ জুলাই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট; ওয়েবসাইট, অ্যাপ, এসএমএসে জানা যাবে ফল। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বুধবার, ১৪ জুলাই, ২০২১

Higher Secondary 2021 Results: আগামী ২২ জুলাই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট; ওয়েবসাইট, অ্যাপ, এসএমএসে জানা যাবে ফল।

আগামী ২২ জুলাই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ।

Hs results 2021 to be published on 22 july

উচ্চমাধ্যমিকের মূল্যায়নের ফল প্রকাশিত হবে আগামী ২২ জুলাই। তার আগেই প্রকাশিত হবে মাধ্যমিকের মূল্যায়নের ফল।


মঙ্গলবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে ২২ তারিখ বিকেল ৩ টেয় সাংবাদিক সম্মেলন করে মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। পরেরদিন স্কুলের প্রধান শিক্ষক বা তাঁদের প্রতিনিধিরা সংসদের নির্দিষ্ট বিতরণ কেন্দ্রগুলি থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন।

সকাল ১১টা থেকে মার্কশিট দেওয়া হবে। ২২ জুলাই বিকেল ৪ টা থেকে ওয়েবসাইট এবং SMS -এর মাধ্যমে ফল জানতে পারবে ছাত্রছাত্রীরা।

ফল প্রকাশের কয়েকটি ওয়েবসাইট হল:
http://wbresults.nic.in
www.exametc.com
www.indiaresults.com
www.results.shiksha
www.westbengal.shiksha

উচ্চমাধ্যমিকের মূল্যায়নের ফল প্রকাশের দিন ঘােষিত
হলেও মধ্যশিক্ষা পর্ষদ এখনও সরকারিভাবে মাধ্যমিকের মূল্যায়নের নির্দিষ্ট ফল প্রকাশের দিন ঘােষণা করেনি।

সূত্রের খবর অনুযায়ী মাধ্যমিকের মূল্যায়নের ফল উচ্চ মাধ্যমিকের আগেই প্রকাশিত হবে। ২০ জুলাই ফল জানাতে পারে পর্ষদ। সংসদের তরফে জানানাে হয়েছে WB12 লিখে space দিয়ে রােল নম্বর লিখে 56070 এই নম্বরে SMS করলে ফল জানা যাবে।

শিক্ষক সংগঠনগুলি জানিয়েছে, ছাত্রছাত্রীরা এখনও রােল নম্বর জানতে পারেনি। তাহলে কীভাবে তারা SMS করে ফলাফল জানতে পারবে, সেই বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানাে হয়নি। শিক্ষকদের বক্তব্য, রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে ফল জানার ব্যবস্থা করলে তা বাস্তব সম্মত হত।

উচ্চমাধ্যমিকের মূল্যায়নে একাদশ শ্রেণিতে পাওয়া নম্বর অন্যতম বিবেচ্য। উল্লেখ্য, করােনার জেরে চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার পরে বিশেষজ্ঞ কমিটির সুপারিশে মূল্যায়ন পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad