NRS-এ ডােমের চাকরির জন্য আবেদন করলেন স্নাতক, স্নাতকোত্তর এবং ইঞ্জিনিয়াররা। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ২৪ জুলাই, ২০২১

NRS-এ ডােমের চাকরির জন্য আবেদন করলেন স্নাতক, স্নাতকোত্তর এবং ইঞ্জিনিয়াররা।

লাশ কাটা ঘরে মরা কাটার কাজ। মর্গে ডোম পদে নিয়োগের আবেদন (Application For Dome) নূন্যতম যােগ্যতা অষ্টম শ্রেণি পাশ, কিন্তু চাকরির জন্য আবেদন-পত্র জমা পড়েছে ৮ হাজার।

Job application for morgue attendant at nrs hospital

ঘটনাটি নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের। প্রতিটি মেডিক্যাল কলেজে লাশকাটা ঘরে ডােম নিয়ােগ শুরু হয়েছে।


সম্প্রতি এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে (NRS Medical College Hospital) ডােম পদে নিয়ােগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। শূন্যপদ মাত্র ৬ টি আর তাতেই আবেদনপত্র জমা পড়েছে ৮ হাজারের বেশি।

আবেদনকারীদের মধ্যে ২ হাজারের বেশি স্নাতক। অন্তত তাঁদের বায়ােডেটা থেকে জানতে পেরেছেন এন আর এস
হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্ময়ের এখানেই শেষ নয়। প্রায় ৫০০-র বেশি চাকরী প্রার্থী স্নাতকোত্তর ডিগ্রিধারী।

ডােম হতে চেয়ে আবেদন করেছেন ১০০ ইঞ্জিনিয়ার ডিগ্রিধারী। আবেদনকারীদের ডিগ্রির বহর দেখে বার বার সেগুলি নাড়াচাড়া করে স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হন এন আর এস মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ঝাড়াই-বাছাই করে ৭৮৪ জনকে ইন্টারভিউয়ে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে খবর, ১ আগস্ট লিখিত পরীক্ষা হবে।যাঁরা পাশ করবেন তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় বসতে হবে। যাঁদের ইন্টারভিউয়ে ডাকা হয়েছে তাঁদের মধ্যে ৮৪ জন মহিলা।

আপাতত মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এ নিয়ে মহা ফাঁপরে। যাঁদের ইন্টারভিউয়ে ডাকা হয়েছে তাদের কি প্রশ্ন করা হবে। লিখিত পরীক্ষায় কি ধরনের প্রশ্ন রাখা হবে?

ঘটনা হলাে ল্যাবরেটরি এসিস্ট্যান্ট (ডােম) পদে নিয়ােগের জন্য সব সরকারি হাসপাতালকে নির্দেশ দেয় স্বাস্থ্য দফতর। উদ্দেশ্য একটাই করােনা আবহে নিজেদের মতাে করে হাসপাতালের পরিকাঠামাে বাড়িয়ে নেওয়া।

মাত্র ২৮ দিনের মধ্যে ৮ হাজার আবেদন, এবং তাও আবার স্নাতক ও স্নাতকোত্তর এবং ইঞ্জিনিয়ার পাশ করা যুবক-যুবতী প্রার্থী হওয়ায় রীতিমতাে বিস্মিত স্বাস্থ্য-কর্তারা।

মাস মাইনে ১৫ হাজার টাকা, সঙ্গে অন্যান্য সরকারি সুযােগ সুবিধা। এক অংশের অভিমত, নুন্যতম যােগ্যতা অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলেও বেশি শিক্ষাগত যােগ্যতার কেউ যদি আবেদন করে তবে স্বাস্থ্য দফতরের কি করার আছে?
আবার কারও অভিমত, সরকারি চাকরি স্থায়ী। জুটিয়ে নিলে নিশ্চিন্ত। তাই ডােম বা ল্যাবরেটরি আসিস্ট্যান্ট শব্দ বিজ্ঞপ্তিতে থাকলেও কেন এত আগ্রহ তা নিয়ে রীতিমতাে আলােচনা স্বাস্থ্যকর্তাদের মধ্যে।

এর আগে কলকাতা পুরসভাও বিভিন্ন শ্মশানে ডােম নিয়ােগ করেছিল। কেএমডিএ (KMDA) রাজ্যের অন্তত ৬৫ টি শ্মশানে শবদাহের জন্য ডােম নিয়ােগ করে।

কয়েকমাস আগে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালেও ডােম বা ল্যাবরেটরি আসিস্ট্যান্ট নিয়ােগ নিয়ে ব্যাপক চাপানউতর হয়। এবার কিভাবে নিয়ােগ হয় তার দিকে তাকিয়ে বিভিন্ন মহল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad