D.EL.ED কোর্সে কাল থেকে শুরু হবে ভর্তির আবেদন। বিজ্ঞপ্তি জারি করল WBBPE - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

D.EL.ED কোর্সে কাল থেকে শুরু হবে ভর্তির আবেদন। বিজ্ঞপ্তি জারি করল WBBPE

আগামী ৩০ জুলাই, অর্থাৎ শুক্রবার থেকে শুরু হতে চলেছে দুই বছরের ডিএলএড (D.EL.ED) কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। চলবে আগামী ১৪ অগাস্ট পর্যন্ত।

Wbbpe D.el.ed course online admition open

উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পাওয়া প্রার্থীরা NCTE অনুমােদিত ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অধীনস্থ প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক প্রশিক্ষণের এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।


সংরক্ষিত ক্যাটেগরি গুলির ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় রয়েছে। www.wbbpe.org এবং
http://wbbprimaryeducation.org

এ গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন ইচ্ছুকরা। সাধারণের জন্য আবেদন ফি ৩০০ এবং SC, ST এবং PH ক্যাটাগরির জন্য ১৫০ টাকা।

অধীনস্থ প্রতিষ্ঠানগুলিকে ২১ আগস্টের মধ্যে আবেদনগুলি যাচাই করে প্রাথমিক শিক্ষা পর্ষদের পাঠানাের নির্দেশ দেওয়া হয়েছে।

আবেদন গুলির ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তা প্রতিষ্ঠান গুলিকে পাঠিয়ে দেবে। পর্ষদের পাঠানাে মেধাতালিকার ভিত্তিতে ৩১ আগস্ট থেকে পড়ুয়া ভর্তি নেওয়া শুরু হবে। প্রসঙ্গত, গত বছর এই কোর্সে প্রায় ৪৫৭০০টি আসন ছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad