জম্মু ও কাশ্মীর: পুলওয়ামা ও কুলগামে এনকাউন্টার, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ ৫ জঙ্গি।
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতীয় নিরাপত্তা বাহিনী দুর্দান্ত সাফল্য পেয়েছে।
গত ২৪ ঘন্টার মধ্যে, নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে
এনকাউন্টারে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল
মুজাহিদিনের কমান্ডার মেহেরাজউদ্দিন হালওয়াই সহ ৫ জঙ্গি খতম। এর মধ্যে হিজবুলের টপ কমান্ডার মেহরাজউদ্দিন ওরফে উবাইদ যিনি উপত্যকার পুরানো সন্ত্রাসী এবং বুরহান ওয়ানির সক্রিয় সহযোগী ছিল।
বুধবার (৭ জুলাই ২০২১) দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়।
জওয়ানদের উপস্থিতির কথা জানতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা হামলা চালায় নিরাপত্তারক্ষীরাও।
J&K | An encounter has started at Puchal area of Pulwama. Police and security forces are on the job. Further details shall follow: Kashmir Zone Police
— ANI (@ANI) July 7, 2021
পুলওয়ামায় দু'জন সন্ত্রাসীর আত্মগোপনের খবর পেয়ে সুরক্ষা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। তবে বাড়িতে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে।
সুরক্ষা বাহিনীও প্রথমে সন্ত্রাসীদের আত্মসমর্পণের সুযোগ দেয়,কিন্তু সন্ত্রাসীদের তরফ থেকে গুলি চালানো অব্যাহত ছিল। এরপরে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালিয়ে দুজন আতঙ্কবাদীকে নিহত করে।
বৃহস্পতিবার (৮ জুলাই) ভোরে কুলগামের জোদার এলাকায় সংঘর্ষ শুরু হয়। এই লড়াইয়ে পুলিশের যৌথ অভিযানে দু'জন লস্কর জঙ্গি নিহত হয়। এভাবেই পুলওয়ামা ও কুলগামে এনকাউন্টারে মোট ৪ জন জঙ্গির মৃত্যু হয়েছে।
উত্তর কাশ্মীরের দন্তওয়ারায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে শীর্ষ হিজবুল মুজাহিদিনের কমান্ডার মেহরাজউদ্দিন হালওয়াই ওরফে উবাইদ নিহত হয়েছে।
কাশ্মীর জোনের পুলিশ মহাপরিদর্শক, বিজয় কুমার বলেন "মেহরাজউদ্দিন হিজবুলের পুরোনো ও কুখ্যাত সন্ত্রাসীদের মধ্যে একজন ছিল। মেহরাজউদ্দিন হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির সহচর ছিল। পুলিশ, সেনা এবং সিআরপিএফ (CRPF) যৌথভাবে এই অভিযান চালায়।
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পুলিশ বহু বছর ধরে তাকে খুঁজছিল। উপত্যকায় গত ৯ বছর ধরে সক্রিয় মেহরাজউদ্দিন দ্বাদশ পাস ছিল। তবে তিনি আধুনিক প্রযুক্তি অত্যন্ত দক্ষতার সাথে ব্যবহার করতো। এ কারণে সে পুলিশের আয়ত্তের বাইরে ছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.