উচ্চপ্রাথমিক ইন্টারভিউ চলবে, তবে কোর্টের নির্দেশের পরেই হবে নিয়ােগ। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বুধবার, ২১ জুলাই, ২০২১

উচ্চপ্রাথমিক ইন্টারভিউ চলবে, তবে কোর্টের নির্দেশের পরেই হবে নিয়ােগ।

উচ্চপ্রাথমিক ইন্টারভিউ চলবে, কোর্টের নির্দেশের পরেই হবে নিয়ােগ।

Upper primary appointment under the Calcutta high court

উচ্চপ্রাথমিকের শিক্ষক নিয়ােগ সংক্রান্ত ইন্টারভিউ প্রক্রিয়ায় কোনওরকম অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) তবে আদালতের নির্দেশ ছাড়া কোনও প্রার্থীকে নিয়ােগপত্র দেওয়া যাবে না।


ইন্টারভিউ তালিকায় অস্বচ্ছতার অভিযােগে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার এমনই অন্তবর্তী নির্দেশ দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়-কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যে মামলা হয়েছিল তাতে অভিযােগ ছিল, নতুন প্রকাশিত ইন্টারভিউ তালিকা নিয়ে অভিযােগ না শুনেই রায় ঘােষণা করেছে সিঙ্গল
বেঞ্চ।

অভিযােগ নিষ্পত্তির জন্য সময় দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ততদিনে গােটা নিয়ােগ প্রক্রিয়াই শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।

এই মামলার প্রেক্ষিতে এদিন স্কুল সার্ভিস কমিশন কর্তৃপক্ষকে ডিভিশন বেঞ্চের নির্দেশ ইন্টারভিউ গ্রহণ প্রক্রিয়া শেষ করে প্যানেল প্রস্তুত করতে হবে। একই সঙ্গে ইন্টারভিউতে ডাক পাওয়া প্রার্থীদের স্বচ্ছ তথ্যভাণ্ডার তৈরি করতে হবে।শিক্ষাগত যােগ্যতা, ওয়েটেজ এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ওই তথ্যভাণ্ডার তৈরি করতে হবে। 

একইভাবে যারা অনিয়মের অভিযােগে কমিশনের কাছে
অভিযােগ দায়ের করেছেন, এবং যাদের শুনানি কমিশনের কাছে হবে, তাঁদের তথ্যভাণ্ডারও তৈরি করতে হবে। এই দুই তথ্যভাণ্ডার আদালতে জমা দিতে হবে। তার পরই নিয়ােগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত।

ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, সিঙ্গল বেঞ্চের নির্দেশ
অনুসারে নিয়ােগ প্রক্রিয়া নিয়ে সমস্ত অভিযােগ ৩১জুলাইয়ের মধ্যে কমিশনে জমা দিতে হবে। ১২ সপ্তাহের মধ্যে সেই অভিযােগের নিষ্পত্তি করতে হবে কমিশনকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad