পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় কলকাতা হাইকোর্টের তীব্র মন্তব্যের পরেও বিজেপি কর্মীদের টার্গেট করা হচ্ছে।
ভারতীয় জনতা পার্টি (BJP) অভিযোগ করেছে যে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে তাদের কর্মীদের নির্মমভাবে মারা হয়েছে। পার্টির দ্বারা শেয়ার করা ছবিতে আহতদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস (TMC) কে এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে।
TV 9 এর সাংবাদিক অনিন্দ্য টুইটারে বলেছেন,“এখন যেহেতু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বাংলার হিংসা সংক্রান্ত মামলার বিভিন্ন আবেদনের শুনানি চলছে BJP দাবি করেছে যে হিংসা এখনও চলছে।
বিজেপির অভিযোগ পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে নৃশংস- ভাবে বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলা করা হয়েছে। বিজেপি এই নৃশংস ঘটনার ছবি শেয়ার করেছে। "তবে কেন এই আক্রমণ তা এখনও পরিষ্কার নয়।"
Even as High Court to Supreme Court hearing cases pertaining to post poll #BengalViolence , the phenomenon seems to be continuing or so claims BJP. East Medinipur's Bhagabanpore has seen brutal violence today, alleges BJP.
— Anindya (@AninBanerjee) July 2, 2021
PS: Photos shared by BJP. pic.twitter.com/Iz20kH39UX
বিজেপি কার্যকর্তার ওপর হামলা তখন হয় যখন তিনি বাড়ি ফিরে আসছিলেন। এই হামলায় বোমা এবং বন্দুক ব্যবহৃত হয়েছিল। এর পাশাপাশি ৩০ টি বাড়ি লুটপাট ও ভাঙচুর করার অভিযোগও করা হয়েছে।
এবারের নির্বাচনে ভাগবানপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি দারুন ফল করেছে। টিএমসি (TMC)-র স্থায়ী বিধায়ক অর্ধেন্দু মাইতি কে পরাজিত করেছেন বিজেপির রবীন্দ্রনাথ মাইতি। বলা হচ্ছে তাই তৃণমূলের গুন্ডারা ক্ষুব্ধ।
এই সব ঘটনা সেই সময় ঘটছে যখন কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসার ঘটনায় পুলিশকে FIR নথিভুক্ত করতে এবং রাজ্য সরকারকে পীড়িতদের চিকিৎসা করার নির্দেশ দিয়েছে।
পশ্চিমবঙ্গে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলির কর্মীদের বিরুদ্ধে চলমান সহিংসতার বিষয়ে কলকাতা হাইকোর্টও রাজ্যের মমতা ব্যানার্জি সরকারের ভূমিকার কথা বিবেচনা করে বলেছে যে প্রশাসন যদিও তা মেনে নিচ্ছে না তবুও ভোট পরবর্তী হিংসার রিপোর্ট গুলি একেবারে সত্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.