সূচনা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের। প্রধানমন্ত্রী বললেন, সকলের জন্য হেলথ আইডি, নতুন মিশনের শুভারম্ভ। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

সূচনা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের। প্রধানমন্ত্রী বললেন, সকলের জন্য হেলথ আইডি, নতুন মিশনের শুভারম্ভ।

নয়াদিল্লি: আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

Ayushman Bharat Digital Mission, Narendra Modi

সোমবার বেলা এগারােটা নাগাদ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের (Ayushman Bharat Digital Mission) সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এদিন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনা করার পর প্রধানমন্ত্রী বলেছেন, নতুন মিশনের শুভারম্ভ হল,ভারতের স্বাস্থ্য সুবিধার ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আনার ক্ষমতা রাখে এই মিশন। এবার সমস্ত নাগরিকের হেলথ রেকর্ড সুরক্ষিত থাকবে।


এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
মনসুখ মান্ডব্য Mansukh Mandaviya। প্রধানমন্ত্রী এদিন বলেন, অত্যন্ত গুরুপূর্ণ দিন আজ। বিগত ৭ বছর ধরে ভারতের স্বাস্থ্য সুবিধা জোরদার করার অভিযান একটি নতুন পর্যায়ে প্রবেশ করল। সাধারণ নয়, অসাধারণ পর্যায় একটি।

প্রধানমন্ত্রীর বক্তব্য তাৎপর্যপূর্ণ। দেশের স্বাস্থ্যক্ষেত্রকে মজবুত করার উপর জোর দেওয়ার কথা গত বছর থেকেই বলে আসছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যেই গত বছর ১৫ আগস্ট লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে এই প্রকল্পের কথা ঘােষণা করেছিলেন প্রধানমন্ত্রী।

মােদি বলেছেন, আজ একটি নতুন মিশনের শুভারম্ভ হল, ভারতের স্বাস্থ্য সুবিধার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার ক্ষমতা রাখে এই মিশন। '৩ বছর আগে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে আয়ুষ্মান ভারত যােজনার বাস্তবায়ন হয়েছিল। আজ থেকে দেশব্যাপী শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, দেশব্যাপী টিকাকরণ অভিযান প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন বলেছেন, বিনামূল্যে ভ্যাকসিন অভিযানের মাধ্যমে ভারত প্রায় ৯০ কোটি ভ্যাকসিনের ডোজ দিয়েছে, তৈরি হয়েছে রেকর্ড।শংসাপত্রও দেওয়া হয়েছে, এই অর্জনের জন্য কোউইন-কেও কৃতিত্ব দিতে হবে।

আয়ুষ্মন ভারত ডিজিটাল মিশন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, আয়ুষ্মান ভারত-ডিজিটাল মিশন, এখন সমগ্র দেশের হাসপাতালের ডিজিটাল হেলথ সমাধানগুলিকে একে অপরের সঙ্গে সংযুক্ত করবে। দেশবাসী এখন একটি ডিজিটাল স্বাস্থ্য পরিচয়পত্র পাবেন। সমস্ত নাগরিকের হেলথ রেকর্ড সুরক্ষিত থাকবে। দরিদ্র ও মধ্যবিত্তদের চিকিৎসা সমস্যা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আয়ুষ্মন ভারত ডিজিটাল মিশন।

সােমবার আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনার পর এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। একইসঙ্গে
মােদি জানিয়েছেন, আয়ুষ্মান ভারত-ডিজিটাল মিশন এখন থেকে সমগ্র দেশের হাসপাতালের ডিজিটাল হেলথ সমাধান -গুলিকে একে অপরের সঙ্গে সংযুক্ত করবে। দেশবাসী এখন একটি ডিজিটাল স্বাস্থ্য পরিচয়পত্র পাবেন। সমস্ত নাগরিকের হেলথ রেকর্ড সুরক্ষিত থাকবে।

সোমবার ভার্চুয়ালি আয়ুষ্মান ডিজিটাল মিশনের সূচনার পর প্রধানমন্ত্রী বলেছেন, প্রযুক্তির মাধ্যমে রােগীদের দেশের হাসপাতালের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে আয়ুষ্মান ভারতের দ্বারা যে কাজ হয়েছে, তা আরও সম্প্রসারিত হচ্ছে এবং শক্তিশালী প্রযুক্তি প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, রেশন থেকে প্রশাসন ইউপিআই (UPI) সাধারণ মানুষের কাছে পৌছে যাচ্ছে। ১১৮ কোটি মোবাইল গ্রাহক, প্রায় ৮০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী এবং প্রায় ৪ কোটি ‘জন ধন" অ্যাকাউন্ট, বিশ্বের কোথাও এত বড় ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার দেখতে পাওয়া যাবে না।

স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামােকে মজবুত করে তােলার লক্ষ্যে সাত বছর ধরে যে অভিযান চলছে, আজ তা এক নতুন পর্যায়ে প্রবেশ করছে আজ আমরা এমন এক মিশনের সূচনা করছি, যাতে ভারতের স্বাস্থ্যক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসার সম্ভাবনা রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad