‘খুব শীঘ্রই বলিউডে অভিষেক ঘটতে চলেছে গোবিন্দা পুত্র হর্ষবর্ধনের। জানালেন গােবিন্দার স্ত্রী। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

‘খুব শীঘ্রই বলিউডে অভিষেক ঘটতে চলেছে গোবিন্দা পুত্র হর্ষবর্ধনের। জানালেন গােবিন্দার স্ত্রী।

মুম্বই : এবার ছেলেকে বলিউডে লঞ্চ করতে চলেছেন গােবিন্দা (Govinda) ও তার স্ত্রী সুনীতা আহুজা।

Govinda, Sunita Ahuja and their son Yashvardhan

এক বিশেষ কারণে গোবিন্দা পুত্র হর্ষবর্ধন বলিউডে আসতে বেশ কিছুটা দেরি হয়ে গেল এমনটাই জানিয়েছেন গােবিন্দার স্ত্রী। পাশাপাশি হর্ষবর্ধন (Yashvardhasn)-র লঞ্চ নিয়ে তাদের কী কী পরিকল্পনা রয়েছে তা নিয়েও এদিন খোলাসা করেছেন গোবিন্দা পত্নী।


এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুনীতা আহুজা (Sunita Ahuja) জানিয়েছে, লঞ্চ নিয়ে ইন্ডস্ট্রির বিভিন্ন ব্যক্তির সঙ্গে একপ্রস্থ কথাবার্তা হয়েছে, তবে দেরি হওয়ার কারণ হিসেবে তিনি মূলত দায়ী করেছেন লকডাউনকেই। তাঁর কথায়, “ভাল প্রযােজনা সংস্থার খোঁজে রয়েছি আমরা। ভাল গল্পও হতে হবে। হাজার হােক ওর প্রথম ছবি।" নিজেকে কিভাবে তৈরি করছেন হর্ষ? সুনীতা জানান, "এই মুহূর্তে শরীরচর্চা নিয়ে রয়েছে ও। নাচ, অভিনয় শিখছে খুব শীঘ্রই ছেলেকে লঞ্চ করব আমরা।"

বিগত বেশ কিছুদিন ধরে সুনীতার পারিবারিক টানাপোড়েন প্রকাশ্যে এসেছে। স্বামী গােবিন্দা ও ভাগ্নে কৃষ্ণ অভিষেকের আভ্যন্তরীণ দ্বন্দ্ব সামনে এসেছে।

টেলিভিশনের রিয়ালিটি শাে ‘দ্য কপিল শর্মা শাে'-এর সদস্য অভিষেক। সদ্য সেই শােয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গােবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা। তারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেনে নিজেকে সরিয়ে নেন অভিষেক। এ প্রসঙ্গে সাংবাদিকদের অভিষেক বলেন, আমার মনে হয় দু'পক্ষই একসঙ্গে স্টেজ শেয়ার করতে চায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad