সূত্রের খবর, সম্প্রতি সােনুর সংস্থা ও লখনৌয়ের একটি নির্মাণ সংস্থার মধ্যে একটি চুক্তি হয়েছিল। আয়কর ফাঁকি দিয়ে সেই চুক্তি হয় বলে আয়কর তফতরের দাবী। একটি সূত্রের মাধ্যমে খবর পেয়ে বুধবার আয়কর দফতরের তরফে এই তল্লাশি অভিযান চালানাে হয়। তবে সােনুকে এভাবে চাপে ফেলার পিছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলে কারোর কারোর ধারণা।
সম্প্রতি দিল্লির আম আদমি পার্টি (AAP)-র সরকারের ডাকে সাড়া দিয়ে সােনু দিল্লির স্কুলের শিক্ষার্থীদের মেন্টরশিপ প্রােগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে রাজি হয়েছেন।আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তার হাই প্রােফাইল বৈঠকের পরেই আয়কর দফতরের হানার ঘটনা ঘটল।
এর পিছনে বিজেপির অঙ্গুলিহেলনকেই দায়ী করেছেন তারা। যদিও এই অভিযােগ পুরোপুরি খারিজ করে বিজেপির মুখপাত্র আসিফ ভামলা বলেন, “এর সঙ্গে এই তল্লাশির কোনও সম্পর্ক নেই। যে কোনও ব্যক্তি যে কারও সঙ্গে দেখা করতেই পারেন। এটা সাধারণ একটা তল্লাশি চালানাে হয়েছে। রেড করা হয়নি। কেউ দাতব্য করলেই যে বাজে কাজ করেন না তা কোথাও বলা নেই। আয়কর দফতর স্বাধীন দফতর। ওরা ওদের নিজেদের কাজ করেছে।”
I-T Dept conducted a search & seizure op at various premises of a prominent actor in Mumbai & also a Lucknow-based group of industries engaged in infrastructure development. 28 premises in Mumbai, Lucknow, Kanpur, Jaipur, Delhi, Gurugram covered: Central Board of Direct Taxes
— ANI (@ANI) September 18, 2021
গত তিন দিন ধরে মুম্বইয়ে সােনুর বাড়ি ও অফিসে লাগাতার তল্লাশি চালিয়ে এমনই প্রমাণ মিলেছে বলে আয়কর কর্তারা দাবি করেছেন। তাদের দাবি, সোনুর সংস্থার তরফে বিদেশ থেকে ২.১ কোটি টাকা অনুদান তােলা হয়েছে। ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট লঙঘন করে বিভিন্ন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়।
শনিবার আয়কর দফতরের তরফে বলা হয়, “অভিনেতা ও
তার সঙ্গীদের বাড়ি-অফিসে তল্লাশি চালিয়ে আয়কর ফাঁকি দেওয়ার প্রমাণ মিলেছে। যে আয়ের হিসাব সােনু সুদ গােপন করতে চাইতেন সেটা বেনামী সংস্থাগুলির থেকে ভুয়া ঋণ নেওয়ার খাতে দেখানাে হত।
এদিন আয়কর কর্তারা অভিনেতার সঙ্গে যুক্ত এমন ছ'টি জায়গায় তল্লাশি চালান। যদিও তাদের দাবি, তারা বিশেষ সূত্রের খবর পেয়ে পর্যবেক্ষণের জন্যই তল্লাশি করেছেন।
গত বছর অতিমারীর সময় নিজের খরচে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দেওয়া থেকে গরিব পড়ুয়াদের অনলাইন ক্লাসের জন্য স্মার্টফোন কিনে দেওয়ার মতাে নানা সমাজসেবামূলক কাজ করেছিলেন সােনু। তার এই মানবিক আচরণের জন্য সারা দেশে
জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চেয়ে কংগ্রেস, বিজেপি, আপ-সহ বিভিন্ন রাজনৈতিক দলই সােনুকে নিজেদের দলে টানতে চাইছে। এই পরিস্থিতিতে কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের পরেই সােনুর রাজনীতিতে যােগদান নিয়ে জল্পনা তৈরি হয়। যদিও অভিনেতা সাফ জানান, এখনই রাজনীতিতে যোগ দেওয়ার কোনও সম্ভাবনা নেই।
ইতিমধ্যেই এই ধরনের ২০টি বেনামী লেনদেনের হদিশ
মিলেছে। এই ঋণ নিয়ে বিভিন্ন সম্পত্তি কিনত সােনুর সংস্থা।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.