কে বলেছে আপনি ভবানীপুরে দাঁড়ালেই জিতে যাবেন, পিকচার আভি বাকি হ্যায়”: শুভেন্দু অধিকারী। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

কে বলেছে আপনি ভবানীপুরে দাঁড়ালেই জিতে যাবেন, পিকচার আভি বাকি হ্যায়”: শুভেন্দু অধিকারী।

তমলুক নন্দীগ্রাম থেকে হারিয়েছি এবারে ভবানীপুর থেকেও হারাবো।

Who said you can win if you stand in bhabanipur, Suvendu Adhikari

'পিকচার আভি বাকি হ্যায়' শনিবার নিজের খাসতালুক পূর্ব মেদিনীপুর থেকে দাঁড়িয়ে ঠিক এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে আক্রমণ শানালেন বিরােধী দলনেতা তথা বিজেপির নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।


শনিবার পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে বিজেপির সেবামূলক কর্মসূচি ও রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিজেপির নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি নবারুণ নায়ক এবং কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী সহ জেলার একাধিক বিধায়ক।

রক্তদান শিবিরে স্বেচ্ছায় যুবক যুবতীরা রক্তদান করেন। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কার্যত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করেন রাজ্যের বিরােধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন কার্যত ভবানীপুর থেকে হারিয়ে দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, “রাজ্যে শাসকের আইন চলছে জাতীয় মানবাধিকার কমিশন সার্টিফিকেট দিয়েই গিয়েছে।” এরপরই রীতিমতাে ব্যাঙ্গের সুরে বলেছেন, “কে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে থেকে দাঁড়াতে? জাহাজ বাড়ির মালিকের কথায় তিনি এখানে চলে এসেছিলেন। জাহাজ বাড়ি মালিক বলেছিলেন ৮০ হাজার ভােটে আপনাকে জেতাব এরপরে কত কাণ্ড ঘটেছে, ভাল পায়ে প্লাস্টার লাগিয়ে ঘুরে বেড়িয়েছেন। তারপরে মেদিনীপুরের মানুষ নন্দীগ্রামের জনগণ আমাকে জিতিয়েছে,আপনাকে প্রত্যাখ্যান করেছে।”

এরপর শুভেন্দু অধিকারীর বক্তব্য “কে বলেছে আপনি ভবানীপুরে দাঁড়ালেই জিতে যাবেন? "পিকচার আভি বাকি হ্যায়।” পাশাপাশি মিডিয়াকে একহাত নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, “কিছু মিডিয়া করােনার মৃত্যুর ভূয়াে খবর দেখিয়ে মানুষকে ভােট দানে বিরত রাখার চেষ্টা করছে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad