দিল্লির নির্ভয়া কান্ডের ছায়া এবার মুম্বইয়ে। ধর্ষণের পর যৌনাঙ্গে লােহার রড ঢুকিয়ে অমানবিক অত্যাচার। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

দিল্লির নির্ভয়া কান্ডের ছায়া এবার মুম্বইয়ে। ধর্ষণের পর যৌনাঙ্গে লােহার রড ঢুকিয়ে অমানবিক অত্যাচার।

মুম্বই: দিল্লির নির্ভয়া কাণ্ডের ছায়া এবার মুম্বইয়ে।

Mumbai saka naka rape case

৩০ বছর বয়সী এক মহিলাকে ধর্ষণের পর গােপনাঙ্গে লােহার রড ঢুকিয়ে দেওয়ার মত অমানবিক ঘটনা সামনে এসেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। পুলিশ তদন্তে নেমেছে। শুক্রবার রাত পর্যন্ত এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে, আরও কয়েকজন যুক্ত থাকতে পারে বলে পুলিশের অনুমান।


পুলিশসূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের সাকি নাকা এলাকায় খইরানি রােডে। এক ব্যক্তি মহিলাকে
ধর্ষণের পর লােহার রড দিয়ে প্রচণ্ড মারে। এমনকি সেই রড মহিলার গােপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়।

এই ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।

তদন্তের জন্য পুলিশের একজন ডেপুটি কমিশনার এবং একজন অ্যাডিশনাল কমিশনারও ধর্ষণের পর ঘটনাস্থলে গিয়েছিলেন। ভাের সাড়ে তিনটে নাগাদ পুলিশ কন্ট্রোলরুমে ফোন করে কেউ খবর দেয়, খইরানি রােডে এক মহিলা অচৈতন্য ও রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায়। মহিলাকে সেখান থেকে উদ্ধার করে ঘাটকোপারের রাজাবাড়ি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতা মহিলার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। এই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযােগ আনা হয়েছে। ধৃত মােহন চৌহানকে (৪৫) পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশ জানিয়েছে, রাস্তার ধারে একটি টেম্পাে পার্কিংয়ে ওই মহিলাকে ধর্ষণ করা হয়। একটি টেম্পােয় রক্তের দাগও মিলেছে।

উল্লেখ্য ২০১২ সালে দিল্লির নির্ভয়াকাণ্ডে গােটা দেশ তােলপাড় হয়ে উঠেছিল। ২০১২ সালে দিল্লির নির্ভয়া- কাণ্ডে গােটা দেশ তােলপাড় হয়ে উঠেছিল, ১৬ ডিসেম্বরের সেই রাতে ২৩ বছর বয়সি দিল্লির এক প্যারা মেডিক্যাল ছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণ করেছিল ৬ জন দুষ্কৃতী। ধর্ষণ করে মহিলাকে রাস্তায় ফেলে দেয় দুষ্কৃতীরা।

উক্ত ঘটনায় ৬ জন অভিযুক্তের মধ্যে একজন নাবালক বলে তাকে সংশােধনাগারে পাঠানো হয়। ৩ বছর পরে ছাড়া পেয়ে যায় সে। রাম সিং নামে আর এক অভিযুক্ত জেলের মধ্যেই আত্মহত্যা করে। বাকি ৪ আসামির ফাঁসি হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad