CBSE-র দশম শ্রেণীর টার্ম ওয়ান পরীক্ষা শুরু হচ্ছে ৩০ নভেম্বর থেকে এবং ১ দ্বাদশ শ্রেণীর ডিসেম্বর থেকে।সােশ্যাল মিডিয়ায় প্রচারিত ভুয়া পরীক্ষাসূচি নিয়ে সতর্কতা। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বুধবার, ২০ অক্টোবর, ২০২১

CBSE-র দশম শ্রেণীর টার্ম ওয়ান পরীক্ষা শুরু হচ্ছে ৩০ নভেম্বর থেকে এবং ১ দ্বাদশ শ্রেণীর ডিসেম্বর থেকে।সােশ্যাল মিডিয়ায় প্রচারিত ভুয়া পরীক্ষাসূচি নিয়ে সতর্কতা।

নয়াদিল্লি : কবে শুরু হচ্ছে চলতি মরশুমের সিবিএসই (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণির টার্ম ওয়ান পরীক্ষা? তা জানতে উদগ্রীব পরীক্ষার্থীরা।

Cbse board exam has been announced

এর মধ্যেই সােমবার সকাল থেকে আচমকাই চারিদিকে ঘুরতে শুরু করে সিবিএসই বাের্ডের একটি নােটিস, যেখানে টার্ম ওয়ান পরীক্ষার সূচি ঘােষণা করা হয়।


উল্লেখ করা হয়, আগামী ১৫ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে, শেষ হবে আগামী ১৮ ডিসেম্বর। দশম ও দ্বাদশ শ্রেণির প্রতিটি বিষয়ের পরীক্ষা দিনক্ষণ আলাদা আলাদা করে উল্লেখ করা হয় সেই নােটিসে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাের্ড কর্তৃপক্ষ। বাের্ডের তরফে টুইটে স্পষ্টভাবে জানানাে হয়েছে, ছড়িয়ে পড়া এই পরীক্ষার সময়সূচি সম্পূর্ণ ভুয়া।

বাের্ডের তরফে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অপেক্ষা করতে বলা হয়। এর কিছুক্ষণ পরেই অবশ্য সরকারিভাবে পরীক্ষার সূচি ঘােষণা করা হয়। দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ৩০ নভেম্বর থেকে, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। দ্বাদশ শ্রেণির পরীক্ষা ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

পরীক্ষা নিয়ামক জানিয়েছেন, মাইনর সাবজেক্টের সূচি সরাসরি স্কুলগুলিতে পাঠানাে হবে। বাের্ডের প্রশ্নপত্রে।পরীক্ষা পরিচালনা করবে স্কুলগুলি। দ্বাদশ শ্রেণির মাইনর সাবজেক্টের পরীক্ষা ১৬ নভেম্বর থেকে শুরু হবে। দশমের মাইনর সাবজেক্টের পরীক্ষা শুরু হবে ১৭ নভেম্বর
থেকে।

শীতের কথা মাথায় রেখে পরীক্ষা সাড়ে দশটার পরিবর্তে সাড়ে এগারােটায় শুরু হবে। প্রশ্ন পড়ার জন্য ২০ মিনিট সময় মিলবে। বেশিরভাগ শিক্ষার্থীদের জন্য বাের্ড তাদের নিজস্ব স্কুলগুলিকে পরীক্ষা কেন্দ্র হিসাবে ঘােষণা করতে পারে যা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে স্যানিটাইজ করা হবে।

উল্লেখ্য, চলতি বছর সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাকে দু'ভাগে ভাগ করে দিয়েছে। এর মধ্যে টার্ম।পরীক্ষা হবে নভেম্বর-ডিসেম্বর মাসে। সমস্তটাই অবজেকটিভ টাইপ প্রশ্ন থাকবে। সময় দেড় ঘণ্টা।

দশম এবং দ্বাদশ শ্রেণির বিষয়গুলিকে মাইনর এবং মেজর, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে মাইনর এবং পরে মেজর বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে। এরপর টার্ম টু পরীক্ষা হবে আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে। সেখানে অবজেকটিভের পাশাপাশি বড় প্রশ্নও থাকবে।

ব্যবহারিক পরীক্ষা, অভ্যন্তরীণ মূল্যায়ন, এবং মােট নম্বর গুলির ৫০ শতাংশের জন্য প্রকল্পের কাজ টার্ম ওয়ান পরীক্ষা শেষ হওয়ার আগে স্কুলগুলি সম্পন্ন করবে বলে সিবিএসই জানিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad