চার বছরে কোন কাজটা করেছেন? প্রশ্ন তুলতেই যুবককে সপাটে চড় কংগ্রেস বিধায়কের। ভাইরাল ভিডিও। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

চার বছরে কোন কাজটা করেছেন? প্রশ্ন তুলতেই যুবককে সপাটে চড় কংগ্রেস বিধায়কের। ভাইরাল ভিডিও।

চণ্ডীগড় :নিজের নির্বাচনী এলাকায় জনসংযােগ করতে গিয়ে এক যুবককে প্রকাশ্যে চড় মেরে বিতর্কে জড়ালেন পাঞ্জাবের কংগ্রেস বিধায়ক যােগিন্দর পাল।

Congress mla Joginder Pal slap a young man


ওই যুবক যােগিন্দরের কাছে জানতে চান বিধায়ক হিসাবে চার বছরে তিনি কি কাজ করেছেন ? আর তাতেই ক্ষেপে যান তিনি। যােগিন্দরকে মারতে দেখে এক পুলিশও এসে যুবককে মারধর করে।


গােটা ঘটনার ভিডিওটি সােশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় বিধানসভা নির্বাচনের আগে মুখ পুড়ল পাঞ্জাবের শাসকদল কংগ্রেসের।

ভিডিওতে দেখা যায়,পাঠানকোট জেলার ভােয়া এলাকায় কয়েকজনের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন যােগিন্দর। সেই সময় এক যুবক তাঁর কাছে এগিয়ে যান এবং কিছু বলতে থাকেন। এক পুলিশ ওই যুবককে হাত ধরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ছেলেটি চিৎকার করে যােগিন্দরকে বলতে থাকেন, “বাস্তবে আপনি কী কাজ করেছেন ?”

কাজের হিসাব চাওয়ায় যােগিন্দর ওই যুবকের হাতে তাঁর মাইকটি ধরিয়ে দিয়ে তাঁকে মারতে শুরু করেন। পুলিশ- কর্মীটিও যুবকটিকে ঘুসি মারতে শুরু করেন। ভিড়ের মধ্যে থাকা লােকেরাও ওই যুবককে কিল-চড় মারতে থাকেন। পরে অন্য এক পুলিশ এসে ওই যুবককে পালাতে সাহায্য করেন। ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad