ইউক্রেনে পাকিস্তান ও তুর্কি ছাত্রদের প্রাণরক্ষা করল ভারতের তেরঙ্গা পতাকা। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

ইউক্রেনে পাকিস্তান ও তুর্কি ছাত্রদের প্রাণরক্ষা করল ভারতের তেরঙ্গা পতাকা।

Indian flag helps Pakistani Students in Ukaraine

বুখারেস্ট : ভারতীয় পতাকা হাতে নিয়ে আসা পড়ুয়ারা সহজেই ইউক্রেন সীমান্ত পেরিয়ে রােমানিয়ায় ঢুকতে পারছিল। আর এই তেরঙা পতাকাকেই ঢাল করে নিরাপদে রােমানিয়ায় ঢুকে পড়ল ইউক্রেনে পড়তে গিয়ে আটকে পড়া বহু পাকিস্তানি ও তুর্কি পড়ুয়াও।


ভারত-পাকিস্তানের শত্রুতা ভুলে প্রাণে বাঁচতে পাক পড়ুয়াদের ভারতীয় পতাকার শরণাপন্ন হওয়ার ঘটনা নজির গড়ে তুলল।

সংবাদ সংস্থা এএনআই (ANI)-কে দেওয়া এক সাক্ষাৎকারে একজন ভারতীয় ছাত্র জানিয়েছে ভারতীয় পতাকা শুধুমাত্র ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দেরই রক্ষা করেনি, এটি যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালিয়ে আসা পাকিস্তানি এবং তুর্কি ছাত্রদেরও প্রাণ রক্ষা করেছে।

ইউক্রেন থেকে রোমানিয়ার বুখারেস্ট শহরে আসা ভারতীয় শিক্ষার্থীরা বলেছে যে ভারতীয় জাতীয় পতাকা তাদের পাশাপাশি কিছু পাকিস্তানি এবং তুর্কি শিক্ষার্থীকে নিরাপদে বিভিন্ন চেকপয়েন্ট অতিক্রম করতে সহায়তা করেছে।

"ভারতীয় পতাকাকে তুর্কি এবং পাকিস্তানি ছাত্ররাও নিজেদের প্রাণ রক্ষার্থে ব্যবহার করছিল, একজন ছাত্র জানিয়েছে, ভারতীয় পতাকা তাদের জন্যও প্রচুর সাহায্য করেছে।

ইউক্রেনের ওডেসার একজন মেডিকেল ছাত্রের কথায়, "ইউক্রেনে, আমাদের পরামর্শ দেওয়া হয়েছিল যে আমরা যদি আমাদের সাথে একটি ভারতীয় পতাকা আনতে পারি তবে আমাদের কোন সমস্যা হবে না।"

Read more : Russia Ukraine War : পুতিনের নির্দেশ অমান্য করলে মিলবে তাঁর সঙ্গে সঙ্গমের সুযোগ, রুশ সেনাদের প্রস্তাব নামকরা মডেলের।

ইউক্রেন থেকে বিভিন্ন চেক পয়েন্ট পেরিয়ে রােমানিয়ার বুখারেস্ট শহরে পা রাখা এক ভারতীয় পড়ুয়া জানান, “ইউক্রেনে বলা হয়, ভারতীয় পতাকা নিয়ে সীমান্তে হাঁটলে কোনও অসুবিধায় পড়তে হবে না। এটা শুনেই আমি দৌড়ে বাজারে গিয়ে স্প্রে রং আর কাপড় কিনে আনি। তারপর কাপড়ে জাতীয় পতাকার রং করে নিই। বিভিন্ন চেক পয়েন্টের সামনে সেই বড় পতাকা সামনে নিয়ে আমরা এগিয়ে চলি। আমাদের কোথাও বাধা দেওয়া হচ্ছিল না। আমাদের দলে ঢুকে পড়ে কয়েকজন।পাকিস্তানি ও তুর্কিও। তারাও ভারতের পতাকাকে বর্ম করে এক প্রকার ভারতীয় পরিচয় দিয়েই রােমানিয়ায় ঢুকে পড়ে।”

কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি (G.Kishan Reddy) পূর্বে ইউক্রেনের সংকট-পীড়িত দেশে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে তাদের যানবাহনে জাতীয় পতাকা ওড়ানোর পরামর্শ দিয়েছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad