PM Kusum Scheme আমাদের দেশে কৃষক ও কৃষিকাজ এর গুরুত্ব অপরিসীম যেহেতু ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ। দেখতে গেলে এই কৃষকরাই আমাদের অন্নদাতা৷ কিন্তু সঠিক পরিকাঠামো না থাকায় ফসল উৎপাদনে ক্ষতি হওয়ায় লোকসানের বোঝা সহ্য করতে না পেরে প্রতিবছরই বহু কৃষক আত্মহত্যা করছে এই দেশে। তবে কেন্দ্র ও রাজ্য সরকার এই পরিস্থিতি বদলে দিতে তৎপর হয়েছে। এক বিশেষ প্রকল্পে আবেদন করলেই কৃষকরা লক্ষাধিক টাকার সাহায্য সরাসরি সরকারের কাছ থেকে পাবে।
কৃষি প্রধান দেশ হলেও ভারতবর্ষে চাষের জমিতে সর্বোচ্চ জল সেচের ব্যবস্থা খুব একটা ভালো না। এদেশের কৃষি ব্যবস্থা জল সেচের উপর নির্ভর করে যদিও বর্তমান সময় এই জল পিএম কুসুম স্কিম (PM Kusum Scheme) সেচের ব্যবস্থা বিদ্যুৎ সংযোগ এর উপর নির্ভর করে। কারণ পাম্প বা মোটর না চালিয়ে জমিতে সেচের জল সরবরাহ করা সম্ভব না। গ্রামের প্রায় সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ পৌঁছে গেলেও তা যথেষ্ট নয়। বিশেষ করে গ্রীষ্মকালে বেশী গরমে দিনের একটা সময় গ্রামে বিদ্যুৎ থাকে না। যার জন্য কৃষকরা পাম্প বা মোটর চালাতে না পারায় জমিতে জল সেচের অভাবে ফসলের অনেক ক্ষতি হয়ে যায়।
কেন্দ্রীয় কৃষি মন্ত্রক জোর দিচ্ছে সোলার পাম্প ব্যবহারের উপর। যার উদ্দেশ্য হল এই পাম্প বিদ্যুৎ ছাড়াই চালিত হবে, যার জন্য বিদ্যুতের অভাবে জল সেচ বন্ধ হবে না আর ফসলেরও কোনরূপ ক্ষতি হবে না। তাছাড়া সোলার পাম্প ব্যবহারে পরিবেশ দূষণও কম হবে। এই সোলার পাম্প কেনার জন্য কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে কুসুম সোলার পাম্প প্রকল্প। যার সাহায্যে দেশের প্রত্যেক কৃষক সোলার পাম্প কেনার জন্য বিপুল পরিমাণে সাহায্য পাবে কেন্দ্রীয় সরকার থেকে। এই পাম্পের দামের মাত্র ১০% দিতে হবে কৃষককে। ৬০% টাকা কুসুম স্কিমের অধীনে ভর্তুকি দেবে সরকার। বাকি ৩০% ব্যাংকের থেকে লোনের ব্যবস্থা করে
দেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.