মালদা : অভিযোগ জাল নথি দিয়ে চাকরি পাওয়ার। এই অভিযোগের ভিত্তিতে শনিবার মালদার মানিকচকের এক প্রাথমিক স্কুল শিক্ষিকাকে গ্রেফতার করল পুলিল।
রাজ্যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি ও কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ নিয়ে এই মুহূর্তে রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। তারই মধ্যে শনিবার এক ভুয়ো শিক্ষিকাকে গ্রেফতার করল পুলিশ।
তফশিলি জাতির জাল শংসাপত্র দেখিয়ে ইতিমধ্যে দেড় বছর ধরে প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেছেন ওই শিক্ষিকা।অভিযুক্ত শিক্ষিকার নাম চাঁপা মণ্ডল। জানা গিয়েছে, ওই শিক্ষিকার নিয়োগের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিলেন এক ব্যক্তি। এরপর আদালতের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করে মালদার সদর মহকুমাশাসক। অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই শিক্ষিকার বিরুদ্ধে থানায় এফআইআর (FIR) দায়ের করা হয। তার ভিত্তিতে শনিবার ওই ভুয়ো প্রাথমিক শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত চাঁপা মণ্ডলের বাড়ি মানিকচক থানার হাড্ডাটোলা গ্রামে। তিনি ২০২১ সালের অক্টোবরে হরিশ্চন্দ্রপুর থানার বর্ণাহি প্রাথমিক স্কুলে শিক্ষিকা হিসাবে যোগদান করেন। তিনি তফশিলি কোটায় সেই চাকরি পেয়েছিলেন। তাঁর সমস্ত নথিপত্র জেলা প্রাথমিক শিক্ষা সংসদে পাঠিয়ে দেন ওই স্কুলের প্রধান শিক্ষক। তিনি পুলিশে ওই শিক্ষিকার বিরুদ্ধে FIR দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই মানিকচক থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.