পাকিস্থান থেকে আগত হিন্দু শরণার্থীদের বস্তিতে বুলডোজার, উচ্ছেদের আদেশ রাজস্থানের কংগ্রেস শাসিত সরকারের। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

পাকিস্থান থেকে আগত হিন্দু শরণার্থীদের বস্তিতে বুলডোজার, উচ্ছেদের আদেশ রাজস্থানের কংগ্রেস শাসিত সরকারের।

Rajasthan govt order eviction of pak hindu migrants from govt land

জয়সলমির : রাজস্থানের জয়সলমিরে পাকিস্তানি হিন্দু শরণার্থীদের বস্তিতে বুলডোজার চালানো হল। জানা গিয়েছে জয়সলমেরের জেলাশাসক টিনা ডাবি (Tina Dabi)-র আদেশে ওই বস্তিতে  পাকিস্তানি হিন্দু শরণার্থীদের উচ্ছেদ করা হয়। সেই মতোই বুলডোজার চালিয়ে ঘরে আগুন ধরিয়ে ওই বস্তি থেকে বাসিন্দাদের সরানো হয়। জানা গিয়েছে, বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বস্তির ৫০ টি বাড়ি। ঘর ছাড়া হয়েছে নারী, শিশুসহ ১৫০ জন শরণার্থী। বাধা দিতে গেলে মহিলাদের হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ। প্রতিবাদের রেশ গড়ায় জেলাশাসকের দপ্তর পর্যন্ত।


পাকিস্তানি হিন্দু শরণার্থীদের জন্য বিকল্প আশ্রয়ের ব্যবস্থা করতে হবে, এই দাবিতে দপ্তরের বাইরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা সাফ জানিয়ে দেন যতক্ষণ না পুনর্বাসন দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ থামবে না। তবে জেলাশাসক টিনা ডাবির দাবি, আগে থেকে নোটিস দেওয়া হয়েছিল পাক শরণার্থীদের, তা সত্ত্বেও তাঁরা ওই এলাকা থেকে সরে যাননি। সেই জন্য পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে কার্যত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তানি হিন্দুদের বস্তি। যদিও এই সিদ্ধান্ত কার্যকর করার পদ্ধতি নিয়ে রোষের মুখে পড়েছেন জেলাশাসক টিনা ডাবি৷ এহেন ঘটনার প্রতিবাদে জেলাশাসকের কার্যালয়ের সামনে ব্যাপক বিক্ষোভ শুরু করেন পাকিস্তানি হিন্দু শরণার্থীরা। যদিও জেলাশাসকের দাবি, ওই বস্তিতে আগে থেকেই নোটিস দেওয়া হয়েছিল ।


ঘটনাটি ঘটেছে অমরসাগর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ একটি গ্রামে। মূলত পাকিস্তান থেকে উচ্ছেদ হওয়া হিন্দুরাই ওই গ্রামের বাসিন্দা৷ তবে জেলাশাসকের অভিযোগ দায়ের করে বলা হয়, সরকারি দপ্তরের জমি বেআইনিভাবে অধিগ্রহণ করেছে হিন্দু শরণার্থীরা। এমনকি তাঁদের বিরুদ্ধে সরকারি জমি বিক্রি করে দেওয়ার অভিযোগও উঠেছে। সেই জন্যই পাকিস্তানি হিন্দু শরণার্থীদের উচ্ছেদ করতে অভিযান শুরুর নির্দেশ দেওয়া হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad