নয়াদিল্লি : হত্যার হুমকি আসছিল আগেই। এবার অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন 'দ্য কেরালা স্টোরি'-র নায়িকা আদা শর্মা। গত রবিবার তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। টুইট করে সেকথা জানিয়েছেন আদা শর্মা (Adah Sharma)। সেই সঙ্গে তিনি অনুরাগীদের আশ্বস্ত করেছেন বলেছেন যে তিনি সুস্থ রয়েছেন।
'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) নিয়ে পুরো দেশ জুড়ে তুমুল বিতর্ক চলছে। পশ্চিমবঙ্গ সরকার এ রাজ্যে দ্য কেরালা স্টোরি ছবিটি নিষিদ্ধ করেছে। এদিকে আবার উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই ছবিটি আবার করমুক্ত ঘোষণা করেছে সেখানে। তারপরেই নায়িকার এই দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
লাভ জিহাদের প্রেক্ষাপটে তৈরি হয়েছে দ্য কেরালা স্টোরি সিনেমাটি। মুক্তি পাওয়ার পর নানা বিতর্ক তৈরি হয়েছে সিনেমাটিকে কেন্দ্র করে। পুরোটাই বিজেপি এবং বামেদের চক্রান্ত দাবি করে মমতা ব্যানার্জি সরকার ছবিটি নিষিদ্ধ করেছে এ রাজ্যে। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন পরিচালক। কেন পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হল দ্য কেরালা স্টোরি ছবিটি তাই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে জবাব তলব করেছে।I'm fine guys . Getting a lot of messages because of the news circulating about our accident. The whole team ,all of us are fine, nothing serious , nothing major but thank you for the concern ❤️❤️
— Adah Sharma (@adah_sharma) May 14, 2023
এই ছবি বিতর্কের মাঝেই আবার অভিনেত্রীকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। তারমধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। নিজেই টুইট করে সেকথা জানান অভিনেত্রী
আদা শর্মা। তিনি টুইট করে জানিয়েছেন অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। বড় কিছু ঘটে যেতে পারত। তিনি এবং ছবির পরিচালক এবং অন্যান্য কলাকুশলীরাও নিরাপদে রয়েছেন বলে টুইট করে জানিয়ছেন আদা শর্মা। বিতর্কের পাশাপাশি ভাল ব্যাবসা করেছে দ্য কেরালা স্টোরি। ছবিটি এরই মধ্যে ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে। এই নিয়ে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। লাভ জিহাদ নিয়ে পরিকল্পনা করেই বিজেপির মতে এই ছবিটি তৈরি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে বিভিন্ন মহল থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.