ইতিহাস বইয়ের পাতায় রামরাজ্য অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিল এনসিআরটি প্যানেল। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

ইতিহাস বইয়ের পাতায় রামরাজ্য অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিল এনসিআরটি প্যানেল।

NCRT proposed inclusion of ramrajyain history books


দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ‘রামলালা’ আসবেন তাঁর জন্য তৈরি কয়েক লক্ষ কোটি টাকা খরচ করে বানানো মন্দিরে। অযোধ্যা তাই সাজতে শুরু করেছে সেই শুভদিনের প্রস্তুতি লগ্নে। রামলালা ফিরবেন, সেই ফেরা তো আর সাধারণ হতে পারে না! এতদিন তাঁর নিত্য পূজো চলছিল কিছু দূরের একটি অস্থায়ী মন্দিরে। সেখান থেকে তাঁকে তুলে নিয়ে আসা হবে নতুন মন্দিরের গর্ভগৃহে।


অযোধ্যার মন্দির কর্তৃপক্ষ ঠিক করেছেন, সেই কাজের ভার তাঁরা দেবেন আমাদের প্রধানমন্ত্রীকে।অযোধ্যার রাম মন্দির তৈরি প্রায় শেষ পর্যায়ে। জানুয়ারি মাসেই খুলে দেওয়া হবে রামলালার মন্দিরের দরজা। সব প্রস্তুতি প্রায় শেষ। সেই অযোধ্যার পর এবার রামরাজ্য ইতিহাস বইয়ের পাতায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিল এনসিআরটি (NCRT) প্যানেল।

ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের বিশেষ প্যানেল প্রস্তাব দিয়েছে ভগবান রাম না অযোধ্যার রাজা রাম হিসেবে ইতিহাসে তার অন্তর্ভুক্তি করা হোক। কীভাবে রাম তাঁর রাজ্য শাসন করতেন। কীরকম ছিল অযোধ্যা সেই সব অন্তর্ভুক্ত থাকবে পাঠ্য পুস্তকে।

আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের দরজা খুলে যাবে সর্ব সাধারণের জন্য। এখন তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। অযোধ্যায় রাম মন্দিরের দরজা খোলার মধ্য দিয়ে এক নতুন ইতিহাসের সূচনা হবে বলে মনে করছে বিজেপি এবং আরএসএস এবং তার পরেই ভারতের প্রাচীন ইতিহাস প্রসঙ্গে পাঠ্যে রাম রাজ্যকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব সামনে এসেছে। অনুমোদন পেলেই বাস্তবায়িত হবে পরিকল্পনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad