পাপমুক্ত হতে গঙ্গায় পূজো দিলেন সানি লিওন। কটাক্ষ নেটিজেনদের। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

পাপমুক্ত হতে গঙ্গায় পূজো দিলেন সানি লিওন। কটাক্ষ নেটিজেনদের।

Sunny Leone perform Ganga aarati


বারাণসী : অনেক আগেই বলিউড অভিনেত্রী সানি লিওন বিদায় নিয়েছেন ‘নীল জগৎ’ থেকে।বলিউড অভিনেত্রী সানি লিওন (Sunny Leone) এখনও অতীত পেছনে ফেলতে পারেননি। প্রায় নানা সময়ে নানা কারণে পর্ন তারকা উপাধিতে কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। সম্প্রতি তেমনি কিছুর শিকার হলেন এই অভিনেত্রী। নেটিজেনরা বলছেন পাপমুক্ত হতে গঙ্গায় গেছেন সানি লিওন।


সহ-অভিনেতা অভিষেক সিংয়ের সঙ্গে সানি গিয়েছিলেন বারাণসীতে পূজা দিতে। তখন অভিনেত্রীর পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার কামিজ। সেখানে তিনি সালোয়ারের ওড়না দিয়ে মাথা ঢেকে গঙ্গারতি করেন। আর এতেই ঘটে যত বিপত্তি।

সানি লিওনকে গঙ্গার পাশে দেখে নেটিজেনরা মোটেই ভালোভাবে নিতেই পারেননি। সোশ্যাল মিডিয়ায় ওই মুহূর্তের ভিডিও প্রকাশ পেতেই তাকে নিয়ে সমালোচনায় মেতে ওঠেন তারা। তাদের একজন লিখেছেন, 'সবাইকে দিয়ে পাপ করিয়ে নিজে এখন পাপ ধুতে গঙ্গায় হাজির হয়েছে।'

সানি লিওনকে যদিও এসবের কোনো মন্তব্যরই জবাব দিতে দেখা যায়নি। কারণ এমন অপ্রীতিকর ঘটনা তার জন্য নতুন কিছু নয়। প্রতিবারই তিনি নিশ্চুপ থেকে নিন্দুকদের সমালোচনার জবাব দিয়েছেন।

সংবাদমাধ্যমকে সানি জানিয়েছিলেন, ‘আমাকে সবাই চেনে পর্নস্টার হিসেবেই। অনেক চেষ্টা করেছি নিজের শরীর থেকে এই তকমা সরিয়ে নিতে কিন্তু পারিনি। তবে কেনেডি দেখার পর আমাকে কেউ আর শুধু পর্নস্টার বলবে না। কেউ এটাও বলতে পারবে না, যে আমার অতীতের জন্যই এই সিনেমায় সুযোগ পেয়েছি। আমি শুধুই পর্নস্টার…নই’! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad