প্রভু রাম নয়, বাবরকে প্রণাম জানাবে গান্ধী পরিবার, পাপমোচনের সুবর্ণ সুযোগ দিয়েছিল বিশ্বহিন্দু পরিষদ, কিন্তু সেই সুযোগ নেয়নি কংগ্রেস কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

প্রভু রাম নয়, বাবরকে প্রণাম জানাবে গান্ধী পরিবার, পাপমোচনের সুবর্ণ সুযোগ দিয়েছিল বিশ্বহিন্দু পরিষদ, কিন্তু সেই সুযোগ নেয়নি কংগ্রেস কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার।

Gandhi family will bow down to Babur not Ram, Himanta Biswa Sarma


গুয়াহাটি :
"ভগবান রাম নয়, সবার আগে বাবরকে প্রণাম জানাবে গান্ধী পরিবার। পাপমোচনের সুবর্ণ 
সুযোগ দিয়েছিল বিশ্বহিন্দু পরিষদ, কিন্তু সেই সুযোগ নেয়নি কংগ্রেস, আর কীভাবে তাদের সাহায্য করা যায়?"


অযোধ্যায় রামমন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠার আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় জাতীয় কংগ্রেসকে এভাবে তুলোধোনা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)।

গান্ধী পরিবার কাকে অগ্রাধিকার দেয়, সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এ ভাবেই কংগ্রেসকে কটাক্ষ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, এই পরিবার প্রভু রামকে নয়, তার আগে মুঘল সম্রাট বাবরকে প্রণাম জানাবে।

স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেন, এত পাপের পর, এই পাপমোচন করতে রামলালার প্রাণপ্রতিষ্ঠায় উপস্থিত থাকতে তাঁদের সুযোগ দিয়েছিল বিশ্বহিন্দু পরিষদ কিন্তু পাপমোচনের এই সুবর্ণ সুযোগকে তাঁরা সপাঠ প্রত্যাখ্যান করে দিয়েছেন। তাঁরা চান না,পাপমুক্ত হোন।

তিনি মনে করেন যাঁরা অযোধ্যায় রামমন্দির নির্মাণে সবচেয়ে বেশি বাধা দিয়েছিল, তাঁদেরকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তই ভুল ছিল। এর চেয়ে যাঁরা ভগবান শ্রীরামের প্রতি বিশ্বাসী তাঁদেরই কেবল আমন্ত্রণ জানানো উচিত ছিল। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা কে কাকে মানেন, তা কেউ জানেন না। যদি বাবর ও ভগবান শ্রীরামের ছবি পাশাপাশি রেখে দেওয়া হয়, তা হলে কংগ্রসে তথা গান্ধী পরিবার প্রথমে বাবরকেই প্রণাম করবে, রামকে নয়। এতে আশ্চর্যের কিছুই নেই। তাই তিনি মনে করেন, এ ধরনের মানুষ যাবেন না, তাতে ভালোই হবে। না হলে আবহাওয়া দূষিত হয়ে যেত।

মুখ্যমন্ত্রী বিশ্বশর্মা বলেন, সবাই জানেন, জওহরলাল নেহরু থেকে রাহুল গান্ধী পর্যন্ত, এই পরিবারের সবাই বাবরের আফগানিস্তানে গিয়ে সমাধিস্থল পরিদর্শন করেছেন তাই এটা নিশ্চিত, বাবরের প্রতি তাঁদের অগাধ ভালোবাসা আজও বিদ্যমান, প্রভু শ্রীরামের প্রতি কোনও আস্থাই নেই তাঁদের।

প্রসঙ্গত,এর আগে তাঁর এক্স হ্যান্ডেলে ২০০৫ সালে আফগানিস্তানে বাবরের সমাধিস্থলে রাহুল গান্ধীর একটি ছবি পোস্ট করে প্রশ্ন তুলেছিলেন তিনি। তিনি জিজ্ঞাসা করেছিলেন, 'কেন রাম লালার প্রতি আপনাদের এত ঘৃণা? কেন হিন্দুদের এত ঘৃণা করেন আপানারা?'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad