কলকাতা: বিরাট আশঙ্কা খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। আর কালক্ষেপ না করেই সটান সুপ্রিম কোর্টের দ্বারস্থ অমিত শাহের ডেপুটি। সম্ভবত আজ শুক্রবার শীর্ষ আদালতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আবেদনের শুনানি হতে পারে। এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ। তবে সুরাহা না মেলায় এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন তিনি।
গ্রেফতারির আশঙ্কা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) এরাজ্যের পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারে বলে মনে করছেন তিনি।
কোচবিহারে একটি গুলি চালানোর ঘটনায় তাঁর নাম আসে। এমনকী তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়। গ্রেফতারি এড়াতে এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিশীথ প্রামাণিক। আইনি রক্ষাকবচ চেয়েছিলেন তিনি। তবে তাতে বিশেষ সুরাহা মেলেনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে রক্ষাকবচ দেয়নি কলকাতা হাইকোর্ট।
সম্প্রতি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সেই মামলার শুনানি হয়। নিশীথের রক্ষাকবচের আর্জি খারিজ করে দেয় আদালত।
আগামী ২২ জানুয়ারি ওই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। কিন্তু এরই মধ্যে রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারে বলে আশঙ্কা করছেন নিশীথ। সেই কারণেই গ্রেফতারি এড়াতে এবার শীর্ষ আদালতে রক্ষাকবচের আবেদন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.