অযোধ্যায় রাম মন্দিরের সূচনা প্রায় ৩২ বছর পরে শ্রীরামের স্মরণে মৌনব্রত ভাঙতে চলেছেন সরস্বতী দেবী। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪

অযোধ্যায় রাম মন্দিরের সূচনা প্রায় ৩২ বছর পরে শ্রীরামের স্মরণে মৌনব্রত ভাঙতে চলেছেন সরস্বতী দেবী।

Ram temple inauguration, Saraswati Devi


বাঘমারা
:
মানুষে ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস যে কোথায় থাকে কে জানে! তা নাহলে শ্রীরাম মন্দির প্রতিষ্ঠার ব্রত নিয়ে কেউ এতো দিন মৌনব্রত পালন করে?


ঘটনা সূত্রে জানা যাচ্ছে ৮৫ বছরের সরস্বতী দেবী কথা বলেননি তিন দশক। ১৯৯২ সাল থেকে মৌনব্রত নিয়েছেন সরস্বতী দেবী (Saraswati Devi)। প্রতিজ্ঞা ছিল স্বপ্ন সত্যি হলে তবেই মুখ খুলবেন। কী সেই স্বপ্ন? অযোধ্যার মাটিতে রামমন্দির হতে দেখা। অবশেষে ২২ শে জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনের দিনই মৌনব্রত ভাঙতে চলেছেন ঝাড়খণ্ডের ৮৫ বছরের বৃদ্ধা।

১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙা পড়ার সময় শেষবার কথা বলেছিলেন সরস্বতী। আর তখনই প্রতিজ্ঞা করেছিলেন রামমন্দির যেদিন উদ্বোধন হবে,সেদিন থেকে ফের তিনি মুখ খুলবেন। তারপর তো বাবরি মসজিদও রাম মন্দির একটা ইতিহাস। সেই ইতিহাসের পথ ধরেই আগামী ২২ তারিখ উদ্বোধন হতে চলেছে রামমন্দির।

আরোও পড়ুনরাম মন্দিরের অপেক্ষায় কঠোর তপস্যা, ২৮ বছর ধরে অন্ন মুখে তোলেননি, ৫ ই আগস্ট ব্রত পূরণ হবে।

জানা যাচ্ছে, সোমবার রাতেই ধানবাদের বাসিন্দা সরস্বতী রওনা দিয়েছেন রামমন্দিরের উদ্দেশ্যে। ২২ তারিখ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন বলে। জানা জাগা জনৈক মহন্ত এর কাছ থেকেই তিনি অনুপ্রেরণা পান। আর তার পরেই তার এই সিদ্ধান্ত।

একজন জানান, “মহন্ত নিত্যগোপাল দাসের থেকে অনুপ্রেরণা পেয়ে উনি প্রায়ই অযোধ্যায় যেতেন। ৩০ বছর আগে জানিয়েছিলেন নিজের চোখে রামমন্দির দেখে তবেই মৌন ভাঙবেন। ২২ তারিখ তিনি মুখ খুলবেন।”

তাঁর ছেলের বউ ইনু আগরওয়াল (৫৩) জানান, বিয়ের কয়েক মাস পর তিনি দেখেন, শাশুড়ি রামের ভক্তিতে নীরবতার ব্রত গ্রহণ করছেন। তিনি জানান প্রতিদিন ভোর ৪ টে নাগাদ ঘুম থেকে উঠে শাশুড়ি প্রায় ৬-৭ ঘণ্টা সাধনা করেন। তিনি বলেন, সন্ধ্যা আরতির পর সন্ধ্যায় তিনি রামায়ণ, ভগবত গীতার মতো ধর্মীয় বই পড়ে থাকেন। দিনে মাত্র একবারই খাবার খান এবং সকাল-বিকেল এক গ্লাস দুধ খান।

অযোধ্যায় 'মৌনী মাতা' নামে পরিচিত সরস্বতী দেবী। এতদিন আত্মীয়স্বজনের সঙ্গে 'সাইন ল্যাঙ্গোয়েজে'ই কথা সেরেছেন। খুব জটিল কোনও বাক্য বলতে চাইলে লিখে বোঝাতেন। এমন মানসিকতা খুব বিরল। এমন প্রতিজ্ঞাও বিরল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad