রামমন্দিরের জন্য উপহারের তালিকা দেখে  চমকে যাবেন আপনিও। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪

রামমন্দিরের জন্য উপহারের তালিকা দেখে  চমকে যাবেন আপনিও।

Ram temple


তিন দশকের লড়াইয়ের পরেই আগামী ২২ জানুয়ারী উদ্বোধন হতে চলেছে 'রামমন্দির'। দেশ বিদেশ থেকে রামমন্দিরের জন্য আসছে বিস্তর উপহার।


অযোধ্যার রাম মন্দিরের জন্য এ পর্যন্ত যে সমস্ত উপহার এসেছে, তাদের মধ্যে রয়েছে ১০৮ ফুটের একটি প্রকাণ্ড ধূপকাঠি। রয়েছে ২,১০০ কোজির ঘণ্টা। এছাড়াও ১,১০০ কেজির একটি বিশালাকার প্রদীপ এসেছে রামমন্দিরের জন্য। এই সমস্ত উপহারের সামগ্রী বাদে, এসেছে সোনাক পাদুকা। এসেছে ১০ ফুটের তালা চাবি। উপহারের তালিকায় রয়েছে এমন একটি ঘড়ি, যা বিশ্বের ৮ টি দেশের সময় একসঙ্গে বলতে পারে। ভক্তপ্রাণ মানুষ, বিভিন্ন দেশের নাগরিক ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকেই আছে এইসব উপহার।

উপহারের তালিকা কিন্তু এখানেই শেষ নয় তালিকা আরো বড়ো। জানা যাচ্ছে, এই সমস্ত উপহার এসেছে দেশের নানান প্রান্ত থেকে।এমনকি বিশ্বের নানান জায়গা থেকে এই সমস্ত উপহার এসেছে। এই সমস্ত উপহার অযোধ্যার রাম মন্দিরে রাখা থাকবে বলে জানা গিয়েছে। শুধুমাত্র সীতাদেবীর জন্মস্থান নেপালের জনকপুর থেকেই অযোধ্যার রাম মন্দিরের জন্য এসেছে ৩ হাজার উপহার। সেই উপহারের তালিকায় রয়েছে রুপোর পাদুকা, গয়না, পরিচ্ছদএছাড়াও রয়েছে বহু ধরনের গয়না, পোশাক। সে এক এলাহি ব্যাপার। ঈশ্বরের সন্তান 'মানুষ' যতই অভুক্ত থেকে রাতে ঘুমোতে যায়। ঈশ্বরের বিলাসিতা কমানো যাবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad