আন্দোলনকারীদের দিকের ছুরির ধার বেশি। আপনারা তো তবু বেতন পাচ্ছেন, যাঁরা রাস্তায় বসে তাঁদের কথা ভাবুন : এসএসসি মামলায় বিরাট মন্তব্য বিচারপতির। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

আন্দোলনকারীদের দিকের ছুরির ধার বেশি। আপনারা তো তবু বেতন পাচ্ছেন, যাঁরা রাস্তায় বসে তাঁদের কথা ভাবুন : এসএসসি মামলায় বিরাট মন্তব্য বিচারপতির।

Ssc case in Calcutta high court,


SSC Case in High Court
: 'আন্দোলনকারীদের দিকের ছুরির ধার বেশি।' ঠিক এমনই মন্তব্য করলেন নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। যেসব চাকরি প্রার্থীরা রাস্তায় বসে দিনের পর দিন আন্দোলন করে চলেছেন, তাঁদের আর্থিক অবস্থা কী, সেটাও ভাবার কথা বলেছেন তিনি।


চাকরিপ্রাপকদের আইনজীবীর উদ্দেশ্যে বুধবারের শুনানিতে এ কথা বলেন বিচারপতি বসাক।নিয়োগ সংক্রান্ত মামলার তদন্ত শেষ করে হাইকোর্টে রিপোর্ট পেশ করেছে সিবিআই (CBI)। সেই মামলার শুনানি চলছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে।

বুধবারের শুনানিতে এসএসসি (SSC)-র এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিপ্রাপকরা। বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবীর উৎকর্ষ কৌশিক এদিন সওয়াল করেন, এই নিয়োগ প্রক্রিয়ার সব থেকে নীচের স্তরে রয়েছেন গ্রুপ ডি (Group-D) পদের চাকরি প্রাপকরা। তাঁরা অর্থনৈতিকভাবে সবথেকে দুর্বল বলে এদিন সওয়াল করা হয় ।

আইনজীবী বলেন, “কতদিন এই আইনি লড়াই চালাতে পারব? বিচারপতি বসাক তাঁদের উদ্দেশে বলেন, আপনারা তো তবু চাকরিতে বহাল আছেন, বেতন পাচ্ছেন। তাঁদের কথা ভাবুন আছে, যাঁদের চাকরি নেই।

এই প্রসঙ্গে বিচারপতি বলেন, যদি একটা ছবির দুদিক দিয়েই কাটা যায় এবং সেই ছুরির একদিকে আন্দোলনকারীরা এবং অন্যদিকে বিতর্কিত চাকরিপ্রাপকরা থাকেন,তাহলে যেদিকে আন্দোলনকারীরা রয়েছেন সেদিকের ধার বেশি তাঁরা আপনাদের থেকেও বেশি গরীব। তাঁরা বেশি ক্ষতিগ্রস্ত।

এদিন বিবর্তিত চাকরি প্রাপকরা স্কুল সার্ভিস কমিশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। আইনজীবী অনিন্দ্য মিত্র এদিন সওয়াল করেন, নিয়োগপত্র পাওয়ার পর কমিশনের কোনও এক্তিয়ারই নেই তা প্রত্যাহার করার।

চাকরিপ্রাপকদের দাবি, নিয়োগপত্র পাওয়ার পরই অস্তিত্ব হারায় সুপারিশপত্র। সেই অস্তিত্বহীন সুপারিশ পত্র কী করে প্রত্যাহার করে স্কুল সার্ভিস কমিশন? সেই প্রশ্নই তুলে ধরা হয়েছে তাঁদের পক্ষ থেকে। একথা শুনে বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন করেন, স্কুল কমিশন সুপারিশ করলেই কি রাজ্য তাকে নিয়োগ দিতে বাধ্য?উত্তরে আইনজীবী বলেন, না, সেটা বাধ্যতামূলক নয়। কিন্তু সাধারণভাবে সুপারিশ করা হলে রাজ্য নিয়োগপত্র দেয়। যদি না নিয়োগপত্র দেয়, তাহলে তার কারণ জানিয়ে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad