অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনই হাজরা মোড় থেকে পার্ক সার্কার্স পর্যন্ত সংহতি মিছিলে হাঁটার কথা মঙ্গলবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পার্ক সার্কাস পৌঁছে জনসভাও করবেন তিনি।
এদিকে, রামমন্দিরের উদ্বোধনের দিন মমতার মিছিলে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে বলে মনে করছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই মর্মে তিনি এদিন কলকাতা হাইকোর্টে জনস্বার্থে একটি মামলাও ঠুকে দিয়েছেন। আজ, বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ হলো, মমতার মিছিলে আপত্তি তুললেও ২২ তারিখই কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শোভাযাত্রায় হাঁটতে দেখা যাবে বিজেপি নেতাদের।
রামমন্দির উদ্বোধনের দিন জোড়াসাঁকো চত্বরে রামমন্দিরের সমর্থনে একটি ‘বিভ্রান্তিকর অবস্থান’ ধর্মীয় সংগঠন মিছিলে শুভেন্দুও হাঁটতে পারেন বলে বিজেপি সূত্রের খবর। তবে বিরোধী দলনেতার ঘনিষ্ঠ মহলের দাবি, এখনও কোনও সিদ্ধান্ত নেননি শুভেন্দু।
বিজেপির উত্তরকলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষের কথায়,'২২ তারিখ বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে একাধিক শোভাযাত্রা হবে শহরে। বিজেপি নেতা-কর্মীরাও আমন্ত্রিত। আমরা সবাই কোনও না কোনও শোভাযাত্রায় পা মেলাবো।' বিজেপির এই অবস্থান বিভ্রান্তিকর বলে মনে করছে তৃণমূল।তাদের যুক্তি, মমতার সংহতি মিছিলের ভয়েই কখনও মামলা, কখনও নিজেরাই পাল্টা মিছিলের কথা বলছে গেরুয়া শিবির।
দলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের কথায়, মুখ্যমন্ত্রীর ডাকা সর্বধর্ম সমন্বয়ের সংহতি মিছিলে ২২ তারিখ কলকাতা ভেসে যাবে। বিজেপি ভয় পাচ্ছে। মিছিল আটকাতে মামলা করেছে।
ধর্মীয় সংগঠনের আড়ালে পাল্টা মিছিলও করতে চাইছে। ওরা অবস্থান ঠিক করতে পারছে না।' ওই দিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পর্যন্ত একটি মিছিল হওয়ার কথা।মিছিল শেষে নেতাজি ইন্ডোরে সভাও হবে।আয়োজক ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ, যাতে ১৭৫টি সংগঠন।
উদ্যোক্তাদের দাবি, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের নামে সাম্প্রদায়িকতার উদযাপন করতে চলেছে মোদী সরকার। সিপিএম অবশ্য ২২ তারিখই পথে নামতে চাইছে না। তাদের যুক্তি, ওইদিন কোনও কর্মসূচি নিলে সেটা প্রতিযোগিতা-মূলক সাম্প্রদায়িকতাকেই উস্কানি দেওয়া হবে।সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির
কথায়, 'সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষার জন্য কেউ কর্মসূচি নিতেই পারেন। কিন্তু এটা হলো প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার রাজনীতি।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.