সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ।

Bjp mohila morcha show agitation on Sandeshkhali issue

কলকাতা : সন্দেশখালিতে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ওঠা‌ অভিযোগ ও রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাওড়া সদর বিজেপির মহিলা মোর্চার সদস্যরা রবিবার গোলাবাড়ি থানায় বিক্ষোভ দেখালেন। 


রবিবার কয়েকশো বিজেপি মহিলা মোর্চার কর্মীরা থানা ঘেরাও ও বিক্ষোভে সামিল হন। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলার নেতৃত্ব ফাল্গুনী পাত্র। বেশ কিছুক্ষন‌ ধরে গোলাবাড়ি থানার সামনে রাস্তার ওপর বিক্ষোভ করেন বিজেপি মহিলা‌ কর্মীরা।


বিজেপি রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র‌ বলেন, 'শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীদের মাথায় মুখ্যমন্ত্রীর হাত আছে বলেই তারা এত‌ অত্যাচার করতে সাহস পায়। সারা রাজ্য জুড়ে সন্দেশখালির ঘটনার প্রতিবাদে আমরা আজ আন্দোলনে নেমেছি।‌সন্দেশখালির মহিলাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বলে তারা আজ

সাহস করে লাঠি ঝাঁটা নিয়ে আন্দোলনে নেমেছে মুখ্যমন্ত্রী যদি দোষীদের অবিলম্বে শাস্তি দেবার ব্যাবস্থা না করে তাহলে ওনার পদত্যাগ করা‌ উচিত।' গোলাবাড়ি ছাড়াও রবিবার দাসনগর‌ থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad