সেলিম বা তাহের নন গৌরীশঙ্করেই আস্থা বহরমপুরবাসীর। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

সোমবার, ১ এপ্রিল, ২০২৪

সেলিম বা তাহের নন গৌরীশঙ্করেই আস্থা বহরমপুরবাসীর।

The people of Baharampur have faith in Gauri Shankar, Gouri Shankar Ghosh


মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির ওপরে ভরসা রাখলে আগামী দিনে এই জেলা থেকে আর পরিযায়ী শ্রমিকদেরকে বাইরে যেতে হবে না। মুর্শিদাবাদেই গড়ে উঠবে কর্মসংস্থান এবং কলকারখানা। ইতিমধ্যেই গৌরীশঙ্কর ঘোষের হাত ধরে সম্পন্ন হয়েছে নসিপুর রেল ব্রিজ, যে কারণে আরও আস্থা বেড়েছে তাঁর ওপরে।


মুর্শিদাবাদ জেলার একটা বড়ো অংশের শ্রমিকদের যেতে হয় বাইরে ভিন্ন রাজ্যে কাজের উদ্দেশ্যে। কখনও কখনও ঘটে দুর্ঘটনা, ফলে অনেকেই আর বাড়ি ফিরে আসেন না।

মুর্শিদাবাদে সেভাবে গড়ে ওঠেনি কলকারখানা, তবে বিজেপি থেকে সাংসদ হলে মুর্শিদাবাদে আগামী দিনে গড়ে উঠতে পারে শিল্প ও কলকারখানা বলেই সাধারণ মানুষের আস্থা বিজেপির ওপরে। তাই সাধারণ ভোটাররাও চাইছেন এখন কেন্দ্রে যেমন বিজেপি আছে ঠিক তেমনই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপি জয়ী হবে। বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ (Gouri Shankar Ghosh) জানান, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ধীরে ধীরে প্রচারে ঝড় উঠছে। সাধারণ মানুষের আশা কেন্দ্রে যেমন নরেন্দ্র মোদির ওপরে আস্থা রেখে উন্নয়ন ঘটছে ঠিক তেমনই মুর্শিদাবাদ লোকসভা -তে আগামী দিনে বিজেপির ওপর ভরসা রাখলে উন্নয়ন ঘটবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad