এখন থেকে পৃথক প্রবেশিকা নয়, PHD-তে NET এর নম্বরই মাপকাঠি নির্ধারিত হবে। বড় সিদ্ধান্ত UGC-র। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

এখন থেকে পৃথক প্রবেশিকা নয়, PHD-তে NET এর নম্বরই মাপকাঠি নির্ধারিত হবে। বড় সিদ্ধান্ত UGC-র।

No entrance exam only net score will decide phd universities ugc guideline


পিএইচডি (PHD)-তে ভর্তির ক্ষেত্রে
বড়ো বদল আনল ইউজিসি (UGC)। এবার থেকে ইউজিসি নেট, অর্থাৎ সর্ব-ভারতীয় স্তরে যে পরীক্ষা হয়, সেখানে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ভর্তির মাপকাঠি ঠিক করা হবে। অর্থাৎ এবার থেকে আর আলাদা করে পরীক্ষা দিতে হবে না পড়ুয়াদের। রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি।


ঘটনা হল,এতদিন পিএইচডিতে ভর্তির জন্য পৃথক প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা ছিল। জানা গিয়েছে, জাতীয় শিক্ষানীতি কার্যকরের পর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পদ্ধতির পুনর্মূল্যায়ন করার লক্ষ্যে যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, তাদের সুপারিশের ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয়েছে। এতদিন বছরে দু'বার করে সর্বভারতীয় পরীক্ষা হত। সেখানে উত্তীর্ণ হলে পরীক্ষার্থীরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য বিবেচিত হতেন। সেই নিয়মে বদল আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, পরীক্ষার ফলাফলকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন উত্তীর্ণ পরীক্ষার্থীরা। দ্বিতীয় ক্যাটাগরিতে পরীক্ষার্থীরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ ছাড়াই পিএইচডিতে ভর্তির জন্য এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। আর তৃতীয় ক্যাটাগরিতে থাকলে শুধু পিএইচডিতে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড যাঁরা পাবেন, তাঁরা প্রথম ক্যাটাগরি, আর দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরির জন্য নেট পরীক্ষার নম্বর থেকে ৭০ শতাংশ ও ইন্টারভিউ থেকে ৩০ শতাংশ নম্বর নেওয়া হবে।তার ভিত্তিতে ভর্তি হওয়া যাবে পিএইচডিতে। ইউজিসি গোটা প্রক্রিয়ায় যে বদল এনেছে, তাকে স্বাগত জানিয়েছে শিক্ষা জগৎ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad