মুর্শিদাবাদের মীরেরগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ ও TMC ব্লক সভাপতি হাতাহাতি - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ১১ মে, ২০২৪

মুর্শিদাবাদের মীরেরগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ ও TMC ব্লক সভাপতি হাতাহাতি

Clash between BJP candidate Dhananjay Ghosh and TMC block president
Screen shot public app

মুর্শিদাবাদ : জঙ্গিপুর লোকসভার বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ (Dhananjay Ghosh) ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ এর সঙ্গে ধস্তাধস্তি।


মঙ্গলবার সকালে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মীরেরগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রের সামনেই এই ঘটনা ঘটে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ বিজেপি প্রার্থী জানিয়েছেন ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল কংগ্রেস আর  এই অভিযোগ তুলে তৃণমূল প্রার্থীর সঙ্গে বাগবিতন্ডে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ।


বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন "আমি বিজেপির একজন প্রার্থী সেই প্রার্থীকেই যদি  সে বুথের বাইরে দাদাগিরি করে আমাকে যদি থ্রেট করে জনগণকে কি করতে পারে ভারতে পারেন। একজন ব্লক প্রভিডেন্ট একজন বিজেপি প্রার্থীকে বুথের ১০০ মিটারের মধ্যে কিরকম দাদাগিরি করছে ভিডিও করছে।" তিনি আরোও বলেন তিনি কোন অর্ডারে পুলিশের সঙ্গে গল্প করছেন। পুলিশ ওদের সাথে মিলে আছে।

বিজেপি প্রার্থীর অভিযোগ TMC ব্লক প্রেসিডেন্ট  তাঁর মাধ্যমে জনগণকে ধমকাচ্ছেন। তোদের প্রার্থীকে ধমকাতে পারি তোরা পারবিনা। তিনি এটা করতে চাইছেন। বিগত দিনে এটা করেছেন।

সাংবাদিকরা প্রশ্ন করেন তিনি কি তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট গৌতম ঘোষের গ্রেফতারি চান। জবাবে তিনি বলেন অবশ্যই গ্রেফতারির দাবি চাইছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad