খড়দা থানার পুলিশ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে থানার সামনে বিক্ষোভ করার জন্য গ্রেফতার করে।
এরপর কাতারে কাতারে বিজেপি কর্মী-সমর্থকরা খড়দা থানার সামনে হাজির হয়। সাম্প্রতিক ঘটনাটি খড়দা থানার। বিজেপির অভিযোগ স্থানীয় যুবনেতা বুলেট কুমার রায় কে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এরিই প্রতিবাদে এদিন বিজেপি কর্মী-সমর্থকরা দফায় দফায় বি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশ তাদের কথা শোনার পরিবর্তে তাদের ওপর লাঠিচার্জ করে।
ভিডিওতে আহত বিজেপি কর্মীদের পরিস্থিতি দেখা যাচ্ছে। কারও মুখ থেকে রক্ত ঝরছে তো কাউকে পুলিশ টেনে ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। বিজেপি কর্মী-সমর্থকদের লাঠি দিয়ে মেরে ঘটনাস্থল থেকে তাড়ানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে বেঙ্গল পুলিশকে।
Inhuman, Insensitive!
— Arjun Singh (@ArjunsinghWB) December 23, 2020
See the action of @WBPolice of @MamataOfficial against women who had gone to Khardah Police station to lodge their protest against atrocities, tortures.
The police has become @AITCOfficial workers, they need to hold party flags now. @BJP4Bengal pic.twitter.com/gdwOqfJt0i
পশ্চিমবঙ্গে বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এই ঘটনার একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “খড়দা পুলিশ স্টেশনে বিরোধ প্রদর্শন করতে যাওয়া বিজেপি কর্মীদের লাঠিচার্জ করে। মহিলাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা দেখুন। একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্যের মহিলাদের প্রতি অসংবেদনশীল এবং অমানবিক আচরণ করছে! লজ্জা করুন মমতাজি জনগণ ক্ষমা করবে না।"
সংবাদ সংস্থা এএনআই (ANI) ও এই ঘটনার কয়েকটি ছবি শেয়ার করেছে। ANI -র মতে, এই লাঠিচার্জে মহিলা সহ ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে।
বিজেপি সাংসদ অর্জুন সিং এই ঘটনার বিষয়ে বলেছেন "রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। মমতা ব্যানার্জির পুলিশ তালিবানি শাসন পরিচালনা করছে।"
এর আগে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। অভিযোগ করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা হঠাৎ বিজেপির মিছিলে হামলা করেছিল। যার পরে বেশ কয়েক জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.