প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের নোটিস জারি, ১৬,৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে জানালেন মুখ্যমন্ত্রী। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের নোটিস জারি, ১৬,৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে জানালেন মুখ্যমন্ত্রী।

আজ রাজ্য সরকার প্রাথমিক শিক্ষক পদে নিয়ােগের নােটিস জারি করতে চলছে।

Chief minister announced the recruitment of primary teacher for 16500 posts, wbbpe

রাজ্যের ১৬ হাজার ৫০০টি শুন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়ােগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে আজ। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে একথা ঘােষণা করলেন। রাজ্যের প্রাথমিক শিক্ষকদের শূন্যপদে নিয়ােগের ব্যাপারে এই তৎপরতার কথা গত ১১ নভেম্বর ঘোষণা করেছিলেন তিনি।


সাংবাদিক বৈঠকে এদিন মুখ্যমন্ত্রী জানান, "ইন্টারভিউয়ের মাধ্যমে ১৬ হাজার ৫০০টি শূন্যপদে নিয়ােগ করা হবে।"এদিন মুখ্যমন্ত্রী আরও জানান আগামী ১০ থেকে ১৭ জানুয়ারির মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে।ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই দ্রুততার সঙ্গে নিয়োগ প্যানেল তৈরির কাজ হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বুধবার প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের নােটিস প্রকাশিত হওয়ার পরে মুখ্যমন্ত্রী আরও জানান, অফলাইনে আগামী ৩১ জানুয়ারি তৃতীয় টেট পরীক্ষা নেওয়া হবে। ওই দিন ২ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে সারা রাজ্য জুড়ে। এর আগেই রাজ্যের পুলিশ ও শিক্ষকদের তাঁদের পছন্দের জেলায় চাকরির সুযোগ দিয়েছে বলে জানান তিনি।

নবান্নে সাংবাদিক বৈঠকে এদিন মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, ১৫ বছর কাজের অভিজ্ঞ থাকা হােমগার্ড, কনস্টেবল, SI দের নিজেদের জেলায় বদলির জন্য প্রায় পঞ্চাশ হাজার আবেদন এসেছিল, তার মধ্যে পঁয়ত্রিশ হাজার অনুমােদন দেওয়া হয়েছে।

অনুরূপভাবে ভাবে ১০,১৬৩ জন প্রাথমিক শিক্ষক নিজেদের জেলায় বদলি চেয়ে আবেদন করেছিলেন। এদের মধ্যে ৬,৪৬৬ জন শিক্ষককে নিজের জেলায় বদলি করা হয়েছে।

উচ্চমাধ্যমিকের ৫৫০২ জন শিক্ষক নিজেদের জেলায় বদলি চেয়ে আবেদন করেছিলেন তার মধ্যে ৩,৮৫২ জনের বদলির আবেদন মঞ্জুর করা হয়েছে। মিউচুয়ালি ভাবেও উচ্চমাধ্যমিক স্তরের ৪৫১৪ জন শিক্ষক নিজেদের জেলায় বদলি চেয়েছিলেন। সেক্ষেত্রেও ৪৪৯০টি আবেদন গৃহীত হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad