ভোটের আগে শ্লোগান পালটা শ্লোগানে সরগরম রাজ্য রাজনীতি।
তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির পক্ষে প্রচারের জন্য "বাংলা নিজের মেয়েকে চাই" অভিযান শুরু করেছিল।এরই জবাবে বিজেপিও নতুন অভিযান শুরু করেছে যার শ্লোগান হল "বাংলা তার মেয়েকেই চাই, পিসিকে নয়"।
এই শ্লোগানের সাথে বিজেপি একটি পোস্টারও বানিয়েছে যাতে রূপা গাঙ্গুলি, লকেট চ্যাটার্জী, অগ্নিমিত্র পাল, ভারতী ঘোষ, দেবশ্রী চৌধুরী এর মতো রাজ্য বিজেপির মহিলা নেতাদের মুখ রয়েছে। আর দ্বিতীয়টিতে রয়েছে মমতা ব্যানার্জির ছবি।
অন্যদিকে, বিজেপির এই পোস্টার নিয়ে তৃণমূল কটাক্ষ করেছে। এ প্রসঙ্গে তৃণমূল নেতা চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, “পিসিও বাংলার মেয়ে। সবারই একটি পিসি থাকে, যার মুখ তারা ব্যবহার করেছে। তিনিও কি কারোর পিসি?"
অন্যদিকে, শনিবার এখানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজেপির মহিলা মোর্চার জাতীয় সম্পাদক বিজয়া রাহাতকর (Vijaya Rahatkar) প্রশ্ন করেছেন রাজ্য জুড়ে নারীদের উপর নির্যাতন করা হচ্ছে। মহিলাদের ওপর আক্রমণ করা হয়েছিল। তখন বাংলার দিদি কোথায় ছিলেন? তিনি বলেন "বাংলার দিদি নন, তিনি বাংলার পিসি।" তিনি তাঁর ভাইপোর ভালোবাসায় সব কিছু ভুলে গেছেন।
লক্ষণীয় যে ২০ ফেব্রুয়ারি, ক্ষমতাসীন দল তৃণমূল শ্লোগান দিয়েছিল, "বাংলা তার মেয়েকে চায়।" নির্বাচনে এই শ্লোগান দিয়ে তৃণমূল জোর প্রচার চালাচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.