অজয় দেবগনের জন্য বিয়ে করেননি, ফের তাঁর সঙ্গেই এক হচ্ছেন তাবু। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

অজয় দেবগনের জন্য বিয়ে করেননি, ফের তাঁর সঙ্গেই এক হচ্ছেন তাবু।

তিনি এখনও পর্যন্ত সিঙ্গল।

tabu did not marry for ajay devgan

তিনি অর্থাৎ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাবু যার আসল নাম তাবাস্সুম ফাতিমা হাসমি (Tabassum Fatima Hashmi)। বিয়ে না করার বেশ কিছু কারণ রয়েছে তাঁর। যার মধ্যে অন্যতম হল বলিউডের অ্যাকশন হিরো অজয় দেবগন (Ajay Devgan)।


তাবুর বহুদিনের বন্ধু অজয় দেবগন। কলেজে পড়ার সময় তাবুর কোনও বয়ফ্রেন্ড হলেই নাকি অজয় দেবগন দলবল নিয়ে তাবুকে হুমকি দিতেন। সেকারণেই নাকি তাবুর আর প্রেম করা হল না।

নায়িকার পরিবারের লােকেরাও অজয় দেবগনকে ভরসা করতেন। প্রকাশ্যে বহুবার মজা করে তাবু এই ঘটনা শেয়ারও করেছেন। দিন কয়েক আগেই বলিউডে শােনা গিয়েছিল দৃশ্যমের দ্বিতীয় ভাগে একসঙ্গে কাজ করবেন অজয় দেবগন ও তাবু। হিন্দিতে রিলিজ হবে এই ছবি।

মালয়ালাম দৃশ্যম -২ তে মােহনলালের অভিনয় দেখেছেন দর্শকরা। ছ'বছর আগে এই ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন জিতু জোসেফ (Jeethu Joseph)। শােনা যাচ্ছে এবারও পরিচালনার দায়িত্বে থাকবেন তিনি।

এই ছবিতে অজয় ও তাবুর একসঙ্গে যে অভিনয় করার কথা ছিল, সেই জল্পনাতেও সিলমােহর দিয়েছেন দুই অভিনেতাই। নাম প্রকাশে অনিচ্ছুক বলিউড মহলের একসূত্র জানিয়েছে, অজয় দেবগন ও তাবু দু’জনেই এই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন।

ছবিটির আসল প্রযােজকের থেকে স্বত্ব কেনার কাজ প্রায় শেষের দিকে, বাকি কাস্ট এখনও ঠিক হয়নি। স্বত্ব কেনার কাজ শেষ হলেই অজয় দেবগন এবং তাবু প্রকাশ্যে তাদের সিদ্ধান্তের কথা ঘােষণা করবেন বলে জানিয়েছেন।

সব কিছু ঠিক থাকলে ২০২১ সালের শেষ দিকে অজয় দেবগন এবং তাবুকে নিয়ে দৃশ্যম -২-এর শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad